অনেকেই অনেক মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকেন। অনেক প্লেয়ার ফ্রি (ওপেন সোর্স) না হওয়ায় সিরিয়াল, কিজেন ও প্যাঁচ খোঁজতে খোঁজতেই হইরান হয়ে পড়েন। আমি বলি যদি ফ্রীওয়্যার (ওপেন সোর্স) প্লেয়ার গুলোতেই যদি সব মিডিয়া চালনা করা যায় তাহলে অত ডলার খরছ বা সিরিয়াল, কিজেন ও প্যাঁচ খোঁজ করার কি দরকার তাইনা? তাই আমি আপনাদের সাথে সেয়ার করতে এলাম কিছু ডলার, সিরিয়াল, কিজেন ও প্যাঁচ লাগেনা এই ধরনের কিছু মিডিয়া প্লেয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে।
০১) VLC Media Player 1.1.9 (লেটেস্ট)
এই প্লেয়ার দ্বারা প্রায় সকল ফরম্যাটের অডিও ও ভিডিও মিডিয়াচালনা করতে পারবেন। এই প্লেয়ার টি অনেক ফাস্ট কাজ করে এবং ভলিউম অন্য প্লেয়ার এর চেয়ে আরোও ২০০% বাড়ানো যায়। ব্যবহার করে দেখুন ভালো লাগবে।
০২) Winamp 5.61 Full (লেটেস্ট)
আমি জানি এই প্লেয়ারটির সাথে প্রায় সবাই পরিচিত তারপরেও আমি সেয়ার করলাম। এই প্লেয়ারটি সাধারনত অডিও চালনা করা জন্য বেস্ট প্লেয়ার। তবে এতে অডিওর পাশাপাশি কমন ফরম্যাটের ভিডিও গুলোও চালনা করা যায়।০৩) RealPlayer 14.0.3.647 (লেটেস্ট)
এই প্লেয়ারটিও খুব কাজের এই প্লেয়ার দিয়ে মিডিয়া চালনার পাশাপাশি DVD, SVCD, VCD রেকর্ডিং ও সিডি বা ডিভিতে তে রাইট করতে পারবেন। তাছাড়া যেকনো ওয়েব সাইট থেকে মাত্র এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করতে পারবেন।০৪) Songbird 1.9.3 (লেটেস্ট)
এই প্লেয়ারটি ওপেনসোর্স । আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে এই প্লেয়ারটি আপনার ইচ্ছে মত কাস্টমাইজ করে নিতে পারেন। প্লেয়ারটি দেখতে সাধারন হলেই কাজে অসাধারণ।০৫) Miro 3.5.1 (লেটেস্ট)
এটা শুধু প্লেয়ার নয় এটা জটিল একটা প্লেয়ার। এই প্লেয়ার এ যে মজা আছে আমার মনে হয় অন্য প্লেয়ার এ নাই। এই প্লেয়ার দিয়ে HD ফরম্যাটের যেকোনো মিডিয়া ঝামেলা হিন ভাবে চালনা করতে পারবেন। ইন্টারনেট বসে 6,000 এর বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন। যেকন ওয়েব সাইট থেকে যেকোনো ভিডিও ডাউনলোড ও করতে পারবেন। যেকোনো ওয়েব সাইট এর আরএসএস ফিড ও পড়তে পারবেন। আরোও অনেক কিছু। সবচেয়ে বড় কথা হল এই সফটওয়্যার টি ওপেন সোর্স আপনি আপনার মত করে মডিফাই করে নিতে পারেন।০৬) KMPlayer 3.0.0.1440 (লেটেস্ট)
এই প্লেয়ার টিও অসাধারণ কাজের। এই প্লেয়ার দিয়ে VCD, DVD, AVI, MKV, Ogg Theora, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia,ও QuickTime ফরম্যাটের মিডিয়া সহ অন্যান্য মিডিয়া চালনা করা যাবে। এই প্লেয়ার দিয়ে যেকোন ভিডিও, ভিডিও রেকর্ডিং সহ স্ক্রিনশট নেয়া যায়। যেকন মুভিতে সাব-টাইটেল যুক্ত, অপসারণ সহ সম্পাদনাও করা যায়। যদিও এই প্লেয়ার নিয়ে মিজান ভাই একটা পোস্ট করেছেন।০৭) iTunes 10.2.2 (32-bit) (লেটেস্ট)
এই প্লেয়ারটি অ্যাপল কোম্পানির। এই প্লেয়ারটিও অনেক কাজের এই প্লেয়ার দিয়ে অডিও ভিডিও মিডিয়া চালনা করার পাশাপাশি অ্যাপল টিভি, আইপড, আইফোন ও আইটিউনস অ্যাপ্লিকেশান আছে এই ধরনের মোবাইল ডিভাইস গুলোতেও মিডিয়া আদান প্রদান করা যায়। এছাড়াও এর একটি গুরুত্বপূর্ন অপশন হল MP3, MP2, MP4 এই ধরনের মিডিয়া গুলোতে ইনফো যুক্ত, অপসারণ বা সম্পাদনা করা যায় (যেমনঃ Artist, Title, Artwork, Album Cover, ETC)।০৮) GOM Player 2.1.28.5039 (লেটেস্ট)
এই প্লেয়ারটির সুন্দর ইন্টারফেস। এই প্লেয়ারে অন্য প্লেয়ারের মতোই প্রায় সব ফরম্যাটের মিডিয়া সাপোর্ট করে। এর বিশেষ বৈশিষ্ট্য হল নষ্ট হয়ে গেছে এই ধরনের AVI ফাইল গুলো চালাতে সক্ষম। অন্য কোন কোডেক ছাড়াই এই প্লেয়ার চলতেও সক্ষম। প্লেয়ারটিতে প্রায় সব ধরনের সাব-টাইটেল চালনা করতেই সক্ষম (যেমনঃ SMI, SRT, RT, SUB(with IDX)) ।আরোও কয়েকটা প্লেয়ার নিয়ে আলোচনা করা কথা ছিল কিন্তু কাল থেকে মনে হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে বরং মাঝে মাঝে আসছে তাই বহু কষ্টেই আজকের এই প্রকাশ করলাম। একটু বিরক্ত হওয়ায় এই পোস্টটি প্রকাস করেছি ভুল থাকলে ধরিয়ে দিবেন। কারোও কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি সমধান দিতে চেস্টা করবো সবাইকে ধন্যবাদ।
No comments:
Post a Comment