গ্রাফিক ডিজাইনে ফটোশপ-ইলাষ্ট্রেটর দুটি প্রয়োজন হয় কেন
গ্রাফিক
ডিজাইনে যারা নতুন কিংবা শিখতে আগ্রহি তারা অনেক সময়ই বিভ্রান্তিতে পড়েন সফটঅয়্যার
নিয়ে। ফটোশপ শিখবেন নাকি ইলাষ্ট্রেটর শিখবেন এই সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন।
তাদের জন্যই এই পোষ্ট।
বিষয়টিকে যদি
যুক্তি দিয়ে দেখেন তাহলে হতে পারে এমন, ফটোশপ এবং ইলাষ্ট্রেটর দুটি সফটঅয়্যারই
এডবির তৈরী। যদি একটি দিয়ে কাজ চলত তাহলে দুটি পৃথক সফটঅয়্যার প্রয়োজন হত না। এই
যুক্তিতে দুটিই প্রয়োজন।
ইলাষ্ট্রেটর-ভেক্টর ডিজাইনের জন্য ষ্টক রেফারেন্স ব্যবহার
ঐতিহাসিকভাবে শিল্পীরা
সামনে মডেল রেখে ছবি আকেন। ডিজিটাল যুগে এই পদ্ধতিকে সব ধরনের শিল্পকর্মে ব্যবহার
করা যায়, ভেক্টর আর্ট সহ। ষ্টক ইমেজ কিভাবে ভেক্টর ডিজাইন সহজ করতে পারে সেকথা
উল্লেখ করা হচ্ছে এই পোষ্টে।প্রথমে ষ্টক
ইমেজ সম্পর্কে দুকথা বলে নেয়া ভাল। আপনার যে বিষয়ের ছবিই প্রয়োজন হোক না কোন,
ইন্টারনেটে সার্চ করলে পাবেন। এগুলি ষ্টক আর্ট। ডিজাইনাররা সবসময়ই এগুলির সাহায্য
নেন। এগুলি যেহেতু অন্যের সম্পত্তি (কপিরইটেড) সেহেতু সরাসরি ব্যবহার করতে পারেন
না। ব্যবহার করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে নিন।
AKVIS SmartMask ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেয়ার জন্য
গ্রাফিক ডিজাইনের সময় ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া একটি গুরুত্বপুর্ন
কাজ। কাজটি একদিকে সময়সাপেক্ষ অন্যদিকে শুধুমাত্র ফটোশপ বা এধরনের সফটঅয়্যার
ব্যবহার করে একেবারে নিখুত ফল পাওয়া কষ্টকর। চুল, লোম, গাছের পাতা, ঘাস, কাচ বা
স্বচ্ছ পরদা ইত্যাদি সিলেক্ট করার সময় অভিজ্ঞদেরও হিমসিম খেতে হয়।
লোগো এবং গ্রাফিক ডিজাইন কাজের জন্য ডিজাইন-কন্টেষ্ট
ডিজাইন-কন্টেষ্ট,
নাম থেকেই বোঝা যায়
এখানে গ্রাফিক ডিজাইনের কাজ হয় প্রতিযোগিতার মাধ্যমে। ২০০৩ সাল থেকে চলে আসা এই
সাইটটি পশ্চিমা দেশগুলিতে জনপ্রিয়। সব ধরনের ডিজাইনের কাজ থাকলেও মুলত লোগো ডিজাইনের
কাজ বেশি।
তাদের মুল
বৈশিস্ট তারা ভাল মানের ডিজাইন দিতে চেষ্টা করে। সেকারনে ডিজাইনারদের সুবিধা এবং
অসুবিধা দুইই হতে পারে।
লোগো ডিজাইনের জন্য কি কি তথ্য প্রয়োজন
অনলাইনে
গ্রাফিক ডিজাইনের জন্য লোগো ডিজাইন ফ্রিল্যান্সাদের অত্যন্ত পছন্দের বিষয়। অনেকে
শুধুমাত্র লোগো ডিজাইন বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং শুধুমাত্র একাজই করেন। একই
ধরনের কাজ সবসময় করার ফলে একদিকে দ্রুত দক্ষ হওয়া সম্ভব অন্যদিকে লোগো ডিজাইন থেকে
আয় অন্য গ্রাফিক ডিজাইন থেকে বেশি। লোগো ডিজাইন করে ১০ ডলার থেকে শুরু করে ৫০০
ডলার কিংবা আরো বেশি আয় হতে পারে।
লোগো ডিজাইনের
জন্য শুরুতেই জেনে নেয়া প্রয়োজন ক্লায়েন্ট লোগোতে কি চান। লোগো এক ধরনের প্রতিক।
এতে ব্যবসার ধরন, ব্যবহারকারীদের প্রত্যাসা থেকে শুরু করে বিষয়ভিত্তিক রং কিংবা
ক্লায়েন্টের ব্যক্তিগত পছন্দ সবকিছুই বিবেচনায় আনতে হয়। শুরুতেই বিষয়টি ঠিক করে না
নিলে কাজ করা যেমন কঠিন হয় অন্যদিকে পরবর্তীতে নানাধরনের পরিবর্তণ প্রয়োজন হয়।
Logo Design লোগো ডিজাইনের সময় বিবেচ্য কিছূ বিষয়
লোগো এক ধরনের
প্রতিক। কোন ব্যবসা প্রতিস্ঠান এর মাধ্যমে তাদের পন্য, প্রতিস্ঠান, ক্রেতার
আগ্রহের বিষয় সবকিছু প্রকাশ করতে চান। সেকারনে যিনি লোগো ডিজাইন করবেন তিনি
বক্তব্যের বিষয়ে যত বেশি সচেতন থাকবেন তত নিখুত লোগো ডিজাইন করা সহজ হবে।
ফ্রিল্যান্সিং
সাইটগুলি ক্লায়েন্টকে লোগো বর্ননার জন্য নির্দিস্ট কিছু প্রশ্ন করেন। অনেক
ক্লায়েন্ট সেগুলি ঠিকভাবে তুলে ধরেন, অনেকে করেন না। কেউ কেউ এরসাথে অতিরিক্ত
নিজস্ব তথ্যও তুলে ধরেন।
Microsoft Excel
Microsoft Excel Who Use মাইক্রোসফট এক্সেল কেন ব্যবহার করা হয়
একসময় লোটাস
১-২-৩ নামে অত্যন্ত জনপ্রিয় একটি সফটঅয়্যার ছিল। ১-২-৩ বলার অর্থ একসাথে ৩টি কাজের
সুযোগ থাকা। Spreadsheet analysis, database
No comments:
Post a Comment