Diverse and dangerous electric fish বৈচিত্রপূর্ন ও বিপজ্জনক বৈদ্যুতিক মাছ
বৈচিত্র্যময় এ প্রাণিজগতে বিচিত্র প্রাণির বসবাস। সাগর তলের প্রাণিজগতের বৈচিত্র্য আরো বিস্ময়কর। সাগরতলের এটি বিস্ময়কর প্রাণির নাম বিদ্যুৎ মাছ। ইংরেজিতে ইলেক্ট্রিক ফিশ
Some interesting information on the human body মানব শরীরের কিছু মজার তথ্য
মানুষ হল সৃষ্টির সেরা জীব। কারন আল্লাহ
তা’আলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেইভাবে অন্য কোন জীবকে সৃষ্টি করেন
নি। মানুষ যখনই তার নিজেকে নিয়ে কোন চিন্তা ভাবনা বা গবেষণা করে তখনই খুজে
পায় মানব সৃষ্টির নতুন নতুন বিস্ময়কর অনেক তথ্য।
আল্লাহ তা’আলা মানুষকে কত না উত্তমরুপে সৃষ্টি করেছেন যা মানুষ ভাবতেই
পারে না। যাই হোক এই পোষ্টটি থেকে আমরা জানবো মানবসম্বন্ধীয় মজার কিছু
তথ্য।
২. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
৩. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
৬. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
Enzymes, hormones, and the future of medicine এনজাইম, হরমোন ও ভবিষ্যৎ চিকিৎসা
মানুষের শরীরের বিভিন্ন প্রকার স্বাভাবিক ক্রিয়া কলাপ নির্ধারন করে
হরমোন। এনজাইম পরিপাকে, বিপাকে, স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে।
মানুষের দেহে নিয়মিত হাজার হাজার বিক্রিয়া সংগঠিত হচ্ছে এ সব বিক্রিয়া
নিয়ন্ত্রন করে এনজাইম, বাংলা তে এনজাইম মানে
হল উৎসেচক। এ হরমন ও উৎসেচক আমাদের জন্য কত ধরকার তা একটু পরে জানতে
পারবেন। তার আগে আমি কিছু জিনিস সম্পর্কে আপনাদেরকে কিছু ধারনা দিয়ে
নিচ্ছি। এগুলো ছাড়া কিছু কিছু জিনিস বুঝতে কষ্ট হতে পারে। যারা সাইন্স
থেকে ইন্টারমিডিয়েট পাশ করছেন তারা এ অংশ না পড়লে ও চলবে । কিন্তু সবাই
যেন সহজে বুঝতে পারে আমি তাই সব কিছু একটু ভেজ্ঞে বলছি। যারা এখন ও বিজ্ঞান
বিভাগে নবম দশম অথবা ইন্টারমিডিয়েট পড়ছেন এই পোস্টটি পড়লে আপনাদের জীব
বিজ্ঞানের একাডেমিক অনেক কিছুই জানতে পারবেন।
এখানের অনেক কিছু লিখতে আমি ইন্টারমিডিয়েটের প্রাণি বিজ্ঞান বইটির সাহায্য নিয়েছি। তাই গাজী আজমল ও গাজী আসমত স্যারদের নিকট বিশেষ
মানব দেহের গ্রন্থি সম্পর্কে একটু বলা ধরকারঃ
যেসব কোষ বা কোষ গুচ্ছ দেহের বিভিন জৈবিক প্রক্রিয়ার প্রয়জনীয় রাসায়নকি পদার্থ ক্ষরন করে তাই হচ্ছে গ্রন্থি। ক্ষরন
এখানের অনেক কিছু লিখতে আমি ইন্টারমিডিয়েটের প্রাণি বিজ্ঞান বইটির সাহায্য নিয়েছি। তাই গাজী আজমল ও গাজী আসমত স্যারদের নিকট বিশেষ
মানব দেহের গ্রন্থি সম্পর্কে একটু বলা ধরকারঃ
যেসব কোষ বা কোষ গুচ্ছ দেহের বিভিন জৈবিক প্রক্রিয়ার প্রয়জনীয় রাসায়নকি পদার্থ ক্ষরন করে তাই হচ্ছে গ্রন্থি। ক্ষরন
Red ants power লাল পিঁপড়ার অলৌকিক ক্ষমতা
লাল পিঁপড়া বা বিষ পিঁপড়া (Fire Ant) নামে
পরিচিত এক পিঁপড়াদের একটি প্রজাতিতে রয়েছে চরম একতা । এই ক্ষুদ্র
প্রানীদের বুদ্ধিমত্তা দেখে অনেকেই অবাক। প্রায় সব প্রজাতীর পিঁপড়াদেরই
দলবদ্ধ হয়ে বসবাস ও খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। তবে এদের মধ্যে
রয়েছে বেশ কিছু মজার মজার অনুশীলন যা শুধু মাত্র বিপদের দিনেই দেখা যায়।
কাউ আক্রমণ করার ক্ষেত্রেও একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার বেশ কিছু দৃষ্টান্ত
দেখুন।
Flying Lizard উড়ন্ত টিকটিকি
বিজ্ঞান ও প্রযুক্তির প্রানী জগতে সবাইকে স্বাগতম। অনেকটা বিচ্ছিন্নভাবে হলেও বিভিন্ন প্রানীর সাথে সবাইকে পরিচয় করার প্রয়াস চলছে অনেক আগে থেকেই। আজ উড়ন্ত টিকটিকি (Draco Lizard) সম্পর্কে আলোচনা করা হবে। আট ইঞ্চি এই প্রানীর শরীরটা অনেকটা ভয়ানক ও চলাফেরায় রয়েছে রাজকীয় ভাব। খুব দ্রুত এক ডাল থেকে অরেক ডালে লাফ দেওয়া ও অনেকটা বাদুরের মতো উড়াল দেওয়ার চৌকশ কৌশল আছে তাদের।এ কারনে এদের উড়ন্ত ড্রাগনও বলা হয়।
Vampires thermal sensor capabilities and Eating বাদুরের তাপ সেন্সর ক্ষমতা ও খাদ্যাভ্যাস
যে বাদুর ঠিক মতো চোখে দেখতে পায় না সে আবার কিভাবে নিজের খাদ্য জোগার
করবে। শব্দ সোনার ক্ষমতার মতোই ভ্যাম্পার বাদুরের রয়েছে সূক্ষ তাপ
অনুভূতি যার মাধ্যমে বিশেষ রকমের খাবার চিনতে তাদের ভুল হয় না। সাম্প্রতিক
গবেষণায় এই বিষয়টি জানা যায়। এই প্রজাতির
বাদুরের নাকের পাশে বিশেষভাবে রক্ত প্রবাহিত হয় যার মাধ্যমে
Animals in natural camouflage প্রাণীদের প্রাকৃতিক ছদ্মবেশ
প্রতৃকি সকল প্রাণীকেই দিয়েছে তার নিজের মত করে আত্মরক্ষার সুযোগ আর দিয়েছে নিজের খাবার যোগার করে নেয়ার উপযুক্ত যগ্যতা। একটি সিংহ বা চিতা যদি নিচেকে বনের মাঝে লুকাতে না পারতো তাহলে কি সে সহজে তার খাদ্য জোগার করতে পারতো? না, পারতো না। আবার একটা প্রজাপতি বা ব্যাঙ যদি নিজেকে ঠিক মত লুকাতে না পারে তাহলে সে সহজেই অন্যের খাদ্যে পরিণত হয়ে যাবে। তাই প্রকৃতি প্রায় প্রতিটি প্রাণীকেই দিয়েছে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে লুকিয়ে থাকার একটা আশ্চর্য ক্ষমতা। এটাকে বলা হয় প্রাকৃতিক ছদ্মবেশ। দেখুন প্রাণীগুলি কি করে নিজেদেরকে লুকিয়ে ফেলে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে।
১। সবুজ গিরিগিটি
গাছের পাতার সাথে মিশে আছে সবুজ একটি গিরিগিটি।
২। পেঁচা
গাছের শুকনো বাকলের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে একটি পেঁচা
৩। ব্যাঙ
Some DNA ডিএনএ সম্পর্কিত কিছু কথা
সবাইকে ধন্যবাদ আমার আগের পোস্ট টি সম্পর্কে ভাল মত দেয়ার জন্য, সেটির ধারাবাহিকতায় আজ আপনাদের জন্যই লিখছি। কোন ভুল ধরা পরলে অধম ভেবে ক্ষমা করবেন। এবং জানাবেন। আগের পোস্ট টি না পরে থাকলে এখানে পড়ুন
আজ লিখব ডি এন এর মৌলিক পরিচয় এবং এর সম্পর্কে সামান্য কিছু।
ডি এন এ (Deoxyribonucleic acid) মূলত অক্সিজেন, কারবন, নাইট্রোজেন, এবং হাইড্রোজেন এর দ্বারা গঠিত মাইক্রোমলিকিউল। এটি একটি নিউক্লিক এসিড যার মাঝে বংশ বিস্তার এবং জীবের বেড়ে ওঠা এবং তার সম্পর্কে যাবতীয় সকল তথ্য (জেনেটিক ইনফরমেশন) এনকোডেড থাকে। এর গঠন সাধারণত এর বেস পেয়ার মলিকিউলের চেইন হয়ে থাকে ।
No comments:
Post a Comment