Word Customize tutorial: ওয়ার্ড কাষ্টমাইজেশন
মাইক্রোসফট
ওয়ার্ডে বেশিকিছু সেটিং থাকে যেগুলি আপনি ইচ্ছে করে পরিবর্তন করে ব্যবহার
করতে পারেন। কখনো কাজের সুবিধের জন্য, কখনো বিশেষ কোন কাজের জন্য যার যেমন
প্রয়োজন তিনি সেভাবে ব্যবহার করেন। কিছু সেটিং ডিফল্ট থাকে, ধরে নেয়া হয়
আপনি সেটাই ব্যবহার করবেন। যেমন AutoCorrect।
Word tutorial Them: থিম-টেম্পলেট তৈরী ও ব্যবহার
থিম
বা টেম্পলেট বিষয়টি যারা ওয়েব ডিজাইন করেন কিংবা পাওয়ারপয়েন্ট ব্যবহার
করেন তাদের বেশি পরিচিত। বিষয়টি হচ্ছে এক ডকুমেন্টের ষ্টাইল অন্য ডকুমেন্টে
ব্যবহার করা।
Microsoft Office Use Heder Futar Peage nambarin মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : হেডার-ফুটার-পেজ নাম্বারিং
মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : হেডার-ফুটার-পেজ নাম্বারিং
বই
থেকে শুরু করে বড় ধরনের ডকুমেন্টে আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন এতে পৃস্ঠার
জন্য একটি নাম্বার ব্যবহার করা হয়। এরফলে খুব সহজে নির্দিষ্ট পৃষ্ঠা খুজে
বের করা যায়। আরো লক্ষ্য করেছেন বইয়ের প্রতিটি পৃষ্ঠার উপরে এবং নিচে বিশেষ
কিছু লেখা থাকে। বইয়ের নাম, গল্পের নাম, লেখকের নাম ইত্যাদি। এজন্য একবারই
হেডার কিংবা ফুটার
Microsoft Office Use Table মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ব্যবহার
টেবিল
আকারে কিছু লেখার সুবিধে অনেক। এখানে তথ্যের এলাইনমেন্ট নিয়ে মাথা ঘামাতে
হয় না, ফলে দেখতে যেমন সুন্দর, গোছানো হয় তেমনি তথ্যগুলি পড়া সহজ হয়।
সেইসাথে কোন সংখ্যামান থাকলে সেগুলিকে যোগ করা বা অন্যান্য গানিতিক কাজ
করার সুযোগও থাকে।
মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল : ওয়ার্ডে ক্যারেকটার, প্যারাগ্রাফ এবং পেজ ফরম্যাটিং
ওয়ার্ড
ব্যবহার করে তৈরী ডকুমেন্ট পড়তে সহজ হয় এবং দেখতে সুন্দর হয় সেটি কত
সুন্দরভাবে সাজানো হয়েছে তার ওপর। অক্ষরগুলি পাঠযোগ্য, লাইনের দুরত্ব সঠিক,
প্যারাগ্রাফগুলি বক্তব্যের সাথে মানানসই এবং পুরো পৃষ্ঠা দেখতে সুন্দর।
একাজগুলি কিভাবে করবেন জেনে নিন।
Microsoft Office Use মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল : মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার
বিশ্বের
সবচেয়ে বেশি ব্যবহৃত সফটঅয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। এমন এক কাজের জন্য যা
প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকে কমবেশি করতে হয়। ব্যক্তিগত কিছু লিখুন,
অফিসের রিপোর্ট লিখুন কিংবা ছাপাখানায় ছাপা হবে এমন ডকুমেন্ট তৈরী করুন,
প্রত্যেকেরই প্রয়োজন। উল্লেখ করা যেতে পারে ছাপা কাজে ব্যবহৃত পেজমেকিং
সফটঅয়্যারে ব্যবহারের জন্য টাইপিং এর কাজ করে নেয়া হয় এখানেই।
কারন, এটা ব্যবহার করা খুবই সহজ। টাইপিং এর জন্য যাকিছু প্রয়োজন সবই রয়েছে। কাজগুলি শিখে নেয়া যাক।
Word tutorial, Photos,clip art, word art and drowning মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : ক্লিপআর্ট, পিকচার, ওয়ার্ড আর্ট এবং ড্রইং,
অনেক
কারনেই মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ব্যবহার করা প্রয়োজন হয়। আপনার
প্রতিস্ঠানের লোগো সহ চিঠি প্রিন্ট করা প্রয়োজন হতে পারে, লেটারহেড যদি
ইমেজ হিসেবে তৈরী করা থাকে তাহলে সেটা ব্যবহার প্রয়োজন হতে পারে, কিংবা কোন
রিপোর্টের সাথে মিল রেখে ছবি বা ইলাষ্ট্রেশন ব্যবহার করা প্রয়োজন হতে
পারে।
Outsourcing & Freelancing earn many ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন
বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। এই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে।
প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভাল। বলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। কাজেই আপনাকে কাজ করতে হবে, সে কাজ শিখতে হবে, অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনার দক্ষতা যত বেশি অর্থ উপার্জনের সুযোগ তত বেশি। এটাই একমাত্র পথ। যদি কাজ শিখতে এবং করতে পর্যাপ্ত আগ্রহ এবং চেষ্টা না থাকে তাহলে সময় নষ্ট না করাই ভাল। সহজে অর্থ উপার্জন বলে যা
বুঝানো হয় তা আসলে ততটা সহজ না।
আউটসোর্সিং কি ?
No comments:
Post a Comment