Outsourcing & Freelancing earn many ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন
বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। এই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে।
প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভাল। বলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। কাজেই আপনাকে কাজ করতে হবে, সে কাজ শিখতে হবে, অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনার দক্ষতা যত বেশি অর্থ উপার্জনের সুযোগ তত বেশি। এটাই একমাত্র পথ। যদি কাজ শিখতে এবং করতে পর্যাপ্ত আগ্রহ এবং চেষ্টা না থাকে তাহলে সময় নষ্ট না করাই ভাল। সহজে অর্থ উপার্জন বলে যা
বুঝানো হয় তা আসলে ততটা সহজ না।
আউটসোর্সিং কি ?
Outsourcing & Freelancing আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং
মোঃ হেলাল ঊদ্দীনঃ- গত ৮ ই জুন ছিল কিউবি ল্যাপটপ মেলার ২য় দিন।
সেদিন হোটেল রূপসী বাংলায় মেলার পাশাপাশি আয়জন করা হয়েছিল
তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার।
আউটসোর্সিং সম্পর্কে আমার পূর্বের তেমন ধারনা ছিল না। আমি মনে করতাম সকল আউটসোর্সিংই হল PTC (Paid To Click). আমার ধারনা সম্পূর্ণ ভুল প্রমান করে আমি শিখলাম যে, আউটসোর্সিং এক বিরাট সম্ভাবনার নাম। কিন্তু আমরা সাধারন যারা আছি, আমাদের কাছে এর সঠিক তথ্য পৌছায় না। যার কারনে আউটসোর্সিং সম্পর্কে অধিকাংশ মানুষ ভুল জানে এবং ভুল বুঝে। আমার আজকের এই লেখার উদ্দেশ্য হচ্ছে আউটসোর্সিং সম্পর্কে আমাদের ভুল ধারনা একটু পরিবর্তন করা।
আউটসোর্সিং সম্পর্কে আমার পূর্বের তেমন ধারনা ছিল না। আমি মনে করতাম সকল আউটসোর্সিংই হল PTC (Paid To Click). আমার ধারনা সম্পূর্ণ ভুল প্রমান করে আমি শিখলাম যে, আউটসোর্সিং এক বিরাট সম্ভাবনার নাম। কিন্তু আমরা সাধারন যারা আছি, আমাদের কাছে এর সঠিক তথ্য পৌছায় না। যার কারনে আউটসোর্সিং সম্পর্কে অধিকাংশ মানুষ ভুল জানে এবং ভুল বুঝে। আমার আজকের এই লেখার উদ্দেশ্য হচ্ছে আউটসোর্সিং সম্পর্কে আমাদের ভুল ধারনা একটু পরিবর্তন করা।
SEO-03
১ । আগের পর্বে ডোমেইন নিয়ে অনেক কথা বলেছি। হয়তো অনেকে বিরক্ত হয়েছেন, আবার অসেকে ভেবেছেন যে SEO এর সাথে আবার ডোমেইন এর কি সম্পর্ক? আমি তাদের জন্য বলেছি, দয়া করে আমার পোষ্টটি ভাল করে পড়ুন, আশা করি বুঝতে পারবেন। আপনার সাইটে একবার ভিজিটর আসল কিন্তু সে আপনার সাইটের নামটি মনেই রাখতে পারল না বা কাউকে আপনার সাইটের নামটি দিতে গিয়ে কনফিউজড হয়ে পড়ল.. তখন আপনার সাইটের সার্থকতা কোথায়? আমি মনে করি বন্ধুরা যখন একে অপরের সাথে কোন ওয়েব সাইটের তথ্য বা নাম শেয়ার করে, সেটাও এক ধরনের SEO. আসলে যারা SEO করে টাকা উপার্জন করতে চাইবেন, তাদের জন্য এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়…. কিন্তু যারা ওয়েবমাষ্টার বা সাইট ঔনার (owner) তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ন বিষয়।
যাইহোক, আমি পরের পর্ব শুরু করছি। কারও প্রয়োজন হলে বা কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন।২। ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভারঃ
একটি ওয়েব সাইটের জন্য ভাল এবং ফাস্ট ওয়েব সার্ভার এর খুবই প্রয়োজন। কেননা, আপনার সাইটি যদি স্লো হয় তহলে আপনার সইটের কন্টেট যতই ভাল হোক, ইউজার আপনার সাইটের উপর বিরক্ত হবে। আবার ভাল ওয়েব সার্ভার না হলে, সাইট ডাউন থাকলেও ইউজর পাবেননাSaturday, January 17, 2015
SEO -02
পর্ব ২:
১। ডোমেইন নেম নির্বাচনঃ
ডোমইন নেম হল একটি ওয়েবসাইটের নাম বা পরিচয়। আর এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। যতটুকু বলার দরকার, আমি ততটুকুই বলছি, কোন ওয়েব সাইট বানানোর পূর্বে সাইটের ওয়েবমাষ্টারকে ডোমেইন নেমটি ভেবে চিন্তে নেয়া উচিত। কারন একটি কফি শপ এর ডোমেইন নেম যদি ricemill.com জাতিয় কিছু হয় তবে সেটা ভাল দেখায় না। আবার সাইটের নামে কোন symbol বা সংখ্যাSEO Tutorial , Search Engine Optimize
সূচনাঃ
অনেকদিন ধরেই ভাবছিলাম SEO নিয়ে পোষ্ট করি যাতে যারা ওয়েব মাষ্টার বা SEO করে উপার্জন করতে চান তারা যেন একটু উপকৃত হন। অনেকেই SEO নিয়ে অনেক ধরনের পোষ্ট লিখেন, কিন্তু কোন পোষ্টই ততটা পরিপূর্ণ নয়। এটা ঠিক যে সবাই সব ট্রিকস জানেন না। আমি যতটা সম্ভব এই পোষ্টের মাধ্যেমে সহজ ভাষায় এবং যত বিস্তারিত সম্ভব পোষ্ট করব। মাঝে মাঝে টিউন করতে দেরী হতে পারে। সেই জন্য আগেই ক্ষমা প্রাথনা করছি। আর হা… টিউনার পেজ এ এটিই আমার প্রথম টিউন।SEO কি ?
Yahoo থেকে কিভাবে হাজার হাজার ভিজিটর পাবেন
ইয়াহু জন প্রিয় সার্স ইন্জিন গুলোর মধ্যে অন্যতম। গুগল থেকে অরগ্যানিক ভিজিটর আনা যতটা কঠিন ঠিক ততোটাই সহজ ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনা। তবে একটি কথা মনে রাখবেন এই পৄথিবীতে কোন কাজই সহজ নয়। আবার সব কিছুই সহজ যদি আপনি সেটা করতে জানেন। বরাবরের মত আবারও একটি আর্টিকেল লিখতে যাচ্ছি যা আপনাকে জানাবে কিভাবে ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পাবেন?
কিওয়ার্ড নির্বাচন:
প্রথমে ঠিক করুন কোন KeywordComputer 20 tips & tricks কম্পিউটার টিপস ট্রিক্স বাংলায় ২০ টি
Md Helal >>>
পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করার জন্য search option গিয়ে “.” শুধু ডট লিখে search দিন। সব ফাইল চলে আসবে।
কম্পিউটার টিপস /ট্রিক্স▬কম্পিউটার হয়ে যাক আরও গতিশীল▬Computer tips & tricks bangla
১> GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।২> GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
No comments:
Post a Comment