Mobile Servicing Training Courses-1 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স-১
- মোবাইল টুল বক্স,
- হটগান,
- এভোমিটার,
- পাওয়ার সাপ্লাই,
- কুইক চার্জার,
- একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
- লিড কয়েল,
- রজন,
- মেজিক তার,
- থিনার,
- সোল্ডারিং পেস্ট,
- একটি টুথ ব্রাশ,
- হিট বক্স ইত্যাদি।
মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে- Read more »
Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০২]
আজ আবার আপনাদের সামনে হাজির হলাম,আমার ২য় টিউন নিয়ে।
আজ আপনাদের সামনে একটি ডিভাইস নিয়ে আলোচনা করব।আমাদের কাজ করতে অত্যন্তপ্রয়োজন যে বুমাটি সেটি হচ্ছে এভোমিটার। এভোমিটার দুই ধরনে হয়ে থাকে।এনালগ ও ডিজিটাল। আমি এনালগ নিয়েই আলোচনা করব।কারণ ৯৮% এটা ব্যবহার হয় চলুন এক নজর দেখে নেই এভোমিটার।
Avometer:-
কাজের দিক দেয়ে এভোমিটার কে চার ভাগে ভাগ করা যায়।
- AC Voltage
- DC Voltage
- DC mili Ampear
- Ohm
Mobile Servicing Training Coursesমোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৩]
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের সামনে হাজির ৩য়
টিউন টা নিয়ে ।আজকের টিউন খুবই গুরুক্ত বহন করে । চলে যাই মূল
পর্বে -
আমরা আলোচনা করব
যার মাধ্যমে আমরা কথা শুনতে পায়, তার নাম Speaker। Speaker মাপার নিয়ম-এভোমিটারের x1বা x10 রেখে মাপতে হবে,স্পিকার ভাল থাকলে শব্দ হবে,নস্ট হলে কোন প্রকার শব্দ হবে না।আর মিটারের কাটা যদি ১০০ উহম এর উপরে চলে যায় তাহলে স্পিকারের শব্দ আস্তে হবে।শব্দ না হলে বুঝেতে হবেSpeker খারাপ।
আমরা আলোচনা করব
Speaker:
Fuse:
L.E.D : (Laight Emeting Diode)_
Microphone:
Vibrator:
Ringer:
Speaker:
যার মাধ্যমে আমরা কথা শুনতে পায়, তার নাম Speaker। Speaker মাপার নিয়ম-এভোমিটারের x1বা x10 রেখে মাপতে হবে,স্পিকার ভাল থাকলে শব্দ হবে,নস্ট হলে কোন প্রকার শব্দ হবে না।আর মিটারের কাটা যদি ১০০ উহম এর উপরে চলে যায় তাহলে স্পিকারের শব্দ আস্তে হবে।শব্দ না হলে বুঝেতে হবেSpeker খারাপ।
Ringer:
Mobile Servicing Training Courses -4 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৪
আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল শুরু করছি আজকের ৪র্থ টিউন । আশা করি সাথা থাকবেন-
চিত্র - polarity capacitor
Electrolitic Capacitor
Electrolitic Capacitor কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।(a)Polaraty Capacitor,(b)Non Polarati Capacitor(a)Polarati Capacitor:
চেনার উপায়,এটা সাধারনত হলুদ রং এর হয়ে থাকে,এর positive প্রান্তে বাদামি বা ধুসর রং এর দাগ দেয়া থাকে।আবার polarity capacitor যদি কালো রং এর হয় তাহলে এর পজেটিভ প্রান্তে সাদা বা সিলবার এর দাগ দেয়া থাকে।Polarity capacitor :
মাপার নিয়ম-এভোমিটার সিলেক্টর x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মান দেখাবে।আর যদি নষ্ট হই তাহলে কোন মান দেখাবে না।চিত্র - polarity capacitor
Non Polarety capacitor চেনার উপায়ঃ-
Mobile Servicing Training Courses -5 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৫]
Diode:
Diode এর কাজ হচ্ছে AC কে DC করা বা বিদ্যুতকে এক মুখি করা। Diode সাধারনত তিন প্রকার-- Normal Diode
- Genear diode
- Stepup diode
Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে এক পাশে মান দেখাবে। নষ্ট হলে মান দেখাবে না ।
Genar Diode:চেনার উপায়ঃ-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে।ছয় পিন বিশিষ্ট,এর গায়ের এক পাশে সাদা বা যে কোন দাগ থাকতে পারে।এর ৩ নং পিন output থাকে এবং ৪নং পিন input থাকে।
Stepup Diode:-চেনার উপায়-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে,ছয় পিন বিশিষ্ট।এর ৩পিন output থাকে এবং ৩ পিন input থাকে।
Ganar Diode & Stepup Diode মাপার নিয়মঃ
Mobile Servicing Training Courses -6 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৬]
আসসালামু আলাকুম ।আশা করি সবাই ভাল আছেন । আজ আবার আপনাদের সামনে
হাজির হলাম ।এত দিনে আশা করি আপনারা মোটামোটি কিছু একটা ধারনা আপনারা
পাইছেন ।আজ আমি আপনাদের মোবাইল নিয়ে বলব । ত চলুন শুরু করি-
Mobile Section:
Mobile এ সাধারনত বডি,কেসিং,ব্যটারি,Display,P.C.B Board (পিনটেট কপার বোর্ড)বা মাদার বোর্ড থাকে ।চিত্র মাদার বোর্ড
মাদার বোর্ড সাধারনত তিনটি ভাগে ভাগ করা যাই-
- Network Section
- Control Section
- Power Section
Mobile Servicing Training Courses -7 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৭]
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আজ আলোচনা করব মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে । আসুন শুরু করি-
চিত্র ইনডোর এনটেনা
Out-door antenna:- ইহা মোবাইল সের এর বাহিরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যায় ।
নিচে চিত্রে দেখুন
Network Section
Network Section সাধারনত যে সকল আইসি থাকে তার মাঝে-- Antenna Swith
- P.F/R.F ic
- Capacitor
- Coupler
- Rx,Tx Line
- Antenna
Network section চেনার উপাইঃ-
ইহা সাধারনত Mobile set এর মাদার বোর্ড এর উপরের অংশে থাকে।Network section এর বেশির ভাগ parts গুলা মেটাল কালার হয়ে থাকে । যে সেকশনে মেটাল কালার parts বেশি পাওয়া যাবে ধরে নিতে হবে সেটাই Network section. ক্ষেত্র বিশেষে একই রকম না ও হতে পারে ।Antenna :
যে যন্ত্রের সাহায্যে ইলেকট্রনিকেল সিগন্যালকে ধরে রাখতে পারে এবং ছেড়ে দেয় তাহাই হচ্ছে Antenna. মোবাইল সেট এ সাধারনত দুই ধরনের antenna ব্যবহার হয়ে থাকে।- Indoor Antenna
- Out-door Antenna
চিত্র ইনডোর এনটেনা
Out-door antenna:- ইহা মোবাইল সের এর বাহিরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যায় ।
Antenna Switch:
ইহার কাজ হচ্ছে Incoming ও Outgoing Signal কে controll করা । ইহা সাধারনত ৬থেকে ১৬ পিন বিশিষ্ট হয়ে থাকে ।এর গায়ের উপর rx/tx বা ant লেখা থাকবে,যদি লেখা না থাকে তাহলে এর গায়ে একাধিক ছিদ্র থাকবে । তবে বর্তমানে অনেক সেট এ Antenna Switch ব্যবহার করা হয় না ।নিচে চিত্রে দেখুন
Mobile Servicing Training Courses -8 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৮]
আজ আবার হাজির হলাম আপনাদের সামনে ।আজ মোবাইল সার্ভসিং কোর্স এর ৮তম পোস্ট ।আশা করি আপনারা ভাল আছেন । ত চলুন শুরু করি ।
C.P.U:-ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর।মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি।C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা।C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা,Sim Card,Keypad কাজ করবেনা।এ ছাড়াও Network সমস্যা,Display সমস্যা,SoftwareProblem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে।
Control Section :
ইহা সাধারনত পাওয়ার সেকশন ও নেটওয়ার্ক সেকশন এর মাঝে থাকতে পারে।control section এর আইসি গুলো সাধারনত কালো রং এর হয় এবং একত্রে থাকে।কন্ট্রোল সেকশন এর মাঝে সাধারনত যে সকল আইসি থাকে-C.P.U, Audio ic,Ram,Romইত্যাদি।চিত্র কন্ট্রোল সেকশন
C.P.U:-ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর।মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি।C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা।C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা,Sim Card,Keypad কাজ করবেনা।এ ছাড়াও Network সমস্যা,Display সমস্যা,SoftwareProblem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে।
Mobile Servicing Training Courses -9 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৯]
আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম
মোবাইল সার্ভিসিং এর ৯ম ও মোবাইল সেকশন এর শেষ তম পর্ব নিয়ে। কথা না বাড়িয়ে
চলুন শুরু করি -
Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
চিত্র পাওয়ার আইসি
পাওয়ার আইসির কাজঃ-Battary থেকে 3.6v নিয়ে সম্পুর্ণ মাদার বোর্ডে Voltage সরবারাহ করাই power ic এর কাজ।
নষ্ট হলে বুঝার উপায়ঃ-Avometer selector Dcv10 এ রাখতে হবে,on/off সুইচ এ যদি কোন Voltage না পাওয়া যায় তাহলে বুঝতে হবে power Ic খারাপ। ইহা Unsolder অথবা নষ্ট হয়ে গেলে সেট এ পাওয়ার আসবে না।
Power Section:
Power section সাধারনত Battery বা Charging connector এর পাশে থাকে। পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি parts গুলো সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে।Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
- Power Ic
- R.T.C
- Charging Ic
- Baek-up Battary
- Charging Resistor
- Filtaring Capacitor
- Charging Diode
- U.E.M Ic
Power Ic:
চেনার উপাই ইহাঃ- দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রঙ বিশিষ্ট। power ic এর চারপাশে সাধারনত প্রচুর কেপাসিটর,রেজিস্টর থাকে। তবে কিছু কিছু সেট এ পাওয়ার আইসি যে কোন আকারের হতে পারে। আবার কোন কোন সেট এ পাওয়ার আইসির চারপাশে কোন পার্টস থাকে না।চিত্র পাওয়ার আইসি
পাওয়ার আইসির কাজঃ-Battary থেকে 3.6v নিয়ে সম্পুর্ণ মাদার বোর্ডে Voltage সরবারাহ করাই power ic এর কাজ।
নষ্ট হলে বুঝার উপায়ঃ-Avometer selector Dcv10 এ রাখতে হবে,on/off সুইচ এ যদি কোন Voltage না পাওয়া যায় তাহলে বুঝতে হবে power Ic খারাপ। ইহা Unsolder অথবা নষ্ট হয়ে গেলে সেট এ পাওয়ার আসবে না।
R.T.C:-
R.T.C (Real Time Clack Crystal) ইহা দেখতে সাধারনত আয়তকার এবং কালো রং এর হয়ে থাকে। চার পিন বিশিষ্ট হয়ে থাকে,তবে কিছু কিছু সেট এ ইহা দেখতে সোনালী রং এর হয়ে থাকে,বোতল আকৃতির এবং দুই পিন বিশিষ্ট।Mobile Servicing Training Courses -10 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০]
আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন শুরু করি-
Power Solution
Any Mobile(basic)
- সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
- ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
- ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিজ পেপার দিয়ে পরিস্কার করব ।
- এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
- ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিজ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।
- ব্যাটারীর সাথে কানেক্টরের সংযোগ পাই কিনা দেখেনিব,সেই সাথে মিটার দিয়ে ব্যাটারী কানেক্টরটি চেক করব ।যদি সেট ভাল থাকে তাহলে এক পাশে মান দেখাবে ।যদি উভয় পাশে মান দেখাই বা 0hm দেখাই তা হলে বুঝব সেটটি শর্ট আছে ।
- যদি শর্ট পাওয়া যাই তাহলে সম্পুর্ন মাদার বোর্ডটি থিনার দিয়ে ভাল করে পরিস্কার করব এবং টেবিল ল্যাম্প দিয়ে ১ থেকে ২ ঘন্টা হিট দিব ।
- এরপরও যদি শর্ট না যায় তাহলে ব্যাটারী ও চার্জার লাগানো অবস্থায় সেট অন করার চেস্টা করব ।
- তারপর দেখব সেটের কোন অংশ গরম হয় কিনা । যেই খানে গরম হবে বুঝতে হবে শর্টটি সে খানেই ।এক্ষেত্রে ভালবাবে দেখতে হবে কোন পার্টসটি বা কোন আইসি টি গরম ।যে পার্টস বা আইসিটি গরম হবে বুঝতে হবে সেটির মাঝেই শর্ট ।সেইক্ষেত্রে ঐ পার্টস বা আইসিটি উঠিয়ে ফেলতে হবে,এবং পরিস্কার করে আবার লাগাব ।অতঃপর সেট শর্ট আছে কি না দেখব ।যদি সেট শর্ট থাকে তাহলে ঐ পার্টস বা আইসিটি পরিবর্তন করব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।
Read more »
Mobile Servicing Training Courses -11 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১১]
আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আজ আবার আপনাদের
সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এর নতুন আরেকটি টিউন নিয়ে
। আজ মোবাইলের চার্জিং সমাধান কি ভাবে করা যায় তার প্রাথমিক আলোচনা করব
।তা হলে চলুন শুরু করি ।
Charging Solution
Any Mobile(Basic)
1. সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।2. এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।
3. ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।
4. ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।
5. এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীর ভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।
6. ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।
7. এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
8. সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।
9. যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।
No comments:
Post a Comment