Diode:
Diode এর কাজ হচ্ছে AC কে DC করা বা বিদ্যুতকে এক মুখি করা। Diode সাধারনত তিন প্রকার-- Normal Diode
- Genear diode
- Stepup diode
Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে এক পাশে মান দেখাবে। নষ্ট হলে মান দেখাবে না ।
Genar Diode:চেনার উপায়ঃ-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে।ছয় পিন বিশিষ্ট,এর গায়ের এক পাশে সাদা বা যে কোন দাগ থাকতে পারে।এর ৩ নং পিন output থাকে এবং ৪নং পিন input থাকে।
Stepup Diode:-চেনার উপায়-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে,ছয় পিন বিশিষ্ট।এর ৩পিন output থাকে এবং ৩ পিন input থাকে।
Ganar Diode & Stepup Diode মাপার নিয়মঃ
-Avomiter selector Dc V10 এ রেখে,মাদার বোর্ডে চার্জার লাগিয়ে,মিটারে নেঘেটিভ প্রান্ত গ্রাউন্ড রেখে মাপতে হবে।ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবে না।
Coil: Coil এর কাজ হচ্ছে বিদ্যুতকে হালকা বাধা প্রদান করা।ইহা সাধারনত কলো রঙ এর হয়ে থাকে, এর গায়ের দুপাশে সাদা বা সিলভার রঙ এর দাগ দেয়া থাকে।ক্ষেত্র বিশেষ coil অন্যান্য কালার ও হয়ে থাকে।
Coil মাপার নিয়মঃ-Avomiter x10 রেখে মাপতে হবে ভাল থাকলে 0.ohm দেখাবে,নষ্ট হলে কোন মান দেখাবে না
Resistor:- এর কাজ হচ্ছে বিদ্যুতকে বাধা প্রদান করা।ইহা কালো বা নীল রঙ এর হয়ে থাকে,এর গায়ে voltage লেখা থাকে।Mobile এর অন্যান্য পার্টস এর তুলনায় রেজিস্টার পাতলা হয়ে থাকে।
Resistor মাপার নিয়মঃ-Avometer x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবে না
No comments:
Post a Comment