Mobile Tips

 

Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স
ইলেকট্রনিক্স Photos এর চিত্র ফলাফল

প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-
  • মোবাইল টুল বক্স,
  • হটগান,
  • এভোমিটার,
  • পাওয়ার সাপ্লাই,
  • কুইক চার্জার,
  • একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
  • লিড কয়েল,
  • রজন,
  • মেজিক তার,
  • থিনার,
  • সোল্ডারিং পেস্ট,
  • একটি টুথ ব্রাশ,
  • হিট বক্স ইত্যাদি।

মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে- Read more »

 

 

ree Calling For Watsaps বিনা মূল্যে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

Md helal 



.মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপ এবার বিনা মূল্যে কথা বলার সুযোগ দিচ্ছে। ফলে ব্যবহারকারীরা বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের মতো কথাও বলতে পারবেন। বিনা মূল্যে কথা বলার সুবিধা স্কাইপ ও ভাইবারে রয়েছে। এ তালিকায় এবার হোয়াটসঅ্যাপও আসছে।

Mobaile Fhone Job মুঠোফোনে হরেক কাজ

বাজারে এল অ্যালকাটেলের ফ্যাবলেট
Md helal


এখন স্মার্টফোনের যুগ। এটি মুঠোফোনেরই আধুনিক সংস্করণ। এতে যুক্ত রয়েছে নানামুখী সফটওয়্যার। এর ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের সাহায্যে উৎপাদনমুখী অনেক কাজই করা সম্ভব হচ্ছে
দূরনিয়ন্ত্রিত কাজকর্মে স্মার্টফোন : ট্যাবলেট নামে পরিচিত ছোট আকারের বহনযোগ্য কম্পিউটার বা স্মার্টফোনে অনেক কাজকর্ম সেরে নেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। নতুন নতুন অ্যাপ ব্যবহার করে লেখা ও সম্পাদনার মতো দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন কর্মীরা। আবার বক্স, ড্রপবক্স, গুগল ড্রাইভ ও মাইক্রোসফটের

Windows Fhone 8 Tips উইন্ডোজ ফোনের প্রয়োজনীয় ৮ অ্যাপস


Md Helal Uddin
     


উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে স্কাইপ অ্যাপযাঁরা উইন্ডোজ ৮ চালিত নতুন পণ্য কিনেছেন যা কিনতে যাচ্ছেন তাঁদের জন্য বিনামূল্যের বেশ কয়েকটি অ্যাপস কাজে লাগতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশ্লেষকেদের চোখে উইন্ডোজ ৮ ডিভাইস ব্যবহারকারীর জন্য দরকারি অ্যাপ হচ্ছে স্কাইপ, ট্রান্সলেটর, ভিএলসি, ফ্লিপবোর্ড, নিউজ বেন্টো, ড্রপবক্স, উইকিপিডিয়া, ফ্রেশ পেইন্ট, অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস প্রভৃতি।

স্কাইপবিনামূল্যের ভিডিও চ্যাট ও মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে স্কাইপ ব্যবহার করতে পারেন। উইন্ডোজ ৮

Andrade 10 Tips অ্যান্ড্রয়েডের লুকানো ১০ টিপস

হালকা-পাতলা দুই ফ্যাবলেট আনল জিওমি

Md Helal Uddin




আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭৯ শতাংশ বাজার দখল করে আছে অ্যান্ড্রয়েড। মূল ইন্টারফেসসহ অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশ ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারে। পছন্দের ওয়ালপেপার বেছে নেওয়া, কন্টাক্ট লিস্টের ফোন নম্বরের সঙ্গে ছবি সংযোজন বা প্রয়োজনীয় অ্যাপলিকেশনগুলোর শর্টকাট প্রথম পাতায় নিয়ে আসার মতো বৈশিষ্ট্যগুলো নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লুকানো কিছু টিপস রয়েছে,যেগুলো অনেক কাজ সহজে করে দেবে।সূত্র: ইনফরমেশন উইক

অফলাইন

ইলেকট্রনিক্স বিষয়ক বাংলা ই-বুক সমূহ - হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি


বর্তমান আধুনিক বিজ্ঞানের একটি বড় অংশ ইলেকট্রনিক্স নির্ভর।দৈনন্দিন জীবনে আমরা মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি সহ, অনেক রকম ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি।

আমরা অনেকে জানতে চাই, কিভাবে এই ডিভাইসগুলো কাজ করে। আবার অনেকে সাহসী হয়ে প্রশ্ন করেন, কিভাবে এই ডিভাইসগুলো বানানো সম্ভব।

No comments:

Post a Comment