Monday, January 26, 2015

শনি গ্রহের চাঁদ টাইটানের রহস্য

পৃথিবীর চাঁদকে তো আমরা সবাই চিনি।আজকে পরিচিত হই আমাদের সৌরজগতের অন্য আর একটি গ্রহ,শনির চাঁদের সাথে।শনির এই উপগ্রহ বা  চাঁদটির নাম হল টাইটান।

পৃথিবীর মত
শনি গ্রহেরও একটি চাঁদ আছে।আর আকারের দিক দিয়ে তো তা বিশাল আকারের।আর শনির এ বিশাল আকারের চাঁদের চারপাশে রয়েছে গেরুয়া বরনের রহস্যময় ধোঁয়াশায় ঢাকা এক রহস্যময় বলয়।এটি দেখতে ঠিক শনির বলয়ের মত না।কিন্তু বিজ্ঞানীরা অনেক দিন ধরেই উদ্ধার করার চেষ্টা করছিলেন কি দিয়ে গঠিত এই রহস্যময় ধোঁয়াশা বলয়।অনেক চেষ্টা করেও বিজ্ঞানীরা এটির কোন কুল কিনারা করতে পারেন নি।অনেক দিন অপেক্ষার পর বিজ্ঞানীরা এই রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন।এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক Ralf I. Kaiser দেখিয়েছেন যে ঐ ধোঁয়াশা আসলে পলিইন ট্রাই এসিটিলিন(C6H2)নামক একটি যৌগ।তিনি তার পরিক্ষাগারে ঐ যৌগটি বানিয়ে দেখিয়ছেন।তিনি বলেন,ইথিলিন মুলকের(C2H) সঙ্গে ডাই এসিটিলিন(C4H2) এর অতি ঠাণ্ডা পরিবেশে গ্যাস ফেজ বিক্রিয়ার সাহায্যে এই পলিইন ট্রাই এসিটিলিন(C6H2)নামক যৌগটি উৎপন্ন হয়।আর এই পলিইন ট্রাই এসিটিলিন(C6H2) হল ঐ শনি গ্রহের চাঁদ টাইটানের রহস্যময় ধোঁয়াশায় হুবহু নকল।কিন্তু এই গ্যাস উৎপন্ন হবার জন্য অবশ্যই অনেক ঠাণ্ডা পরিবেশ দরকার।


No comments:

Post a Comment