ফটোশপ
ডিজাইনকে কিভাবে ওয়েব পেজে পরিনত করা যায় সেটা উল্লেখ করা হয়েছে আগের
টিউটোরিয়ালগুলিতে। ওয়েবপেজের সবকিছু ফটোশপ, ইলাষ্ট্রেটর বা ফায়ারওয়ার্কসে
যোগ করে আনতে হবে এমন কথা নেই, ক্যাটালিষ্টে আনার পর টেক্সট, গ্রাফিক
এলিমেন্ট, ভিডিও, ফ্লাশ মুভি, অডিও ইত্যাদি যোগ করা যায়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7XvyuVuFsS0QPV3YjXjOr7V93SUDG7AWe867o7xw5NhJk3n3vSuerM_i9_djT3Tnryt5L2Ut6N__NgahPCZHErU4IOTGKOmRhMjTYYWZ9J-6BOfh04x2mKDrpx4RFOz94VeHcF2Q9IMEM/s400/catalyst-tools.jpg)
এছাড়া ইমেজ যোগ করা কিংবা ভিডিও যোগ করা যায় সহজেই।
ইমেজ ইমপোর্ট করা
. যে পেজে ইমেজ ব্যবহার করতে চান সেই পেজ সিলেক্ট করুন।
. মেনু থেকে File – Import - Image কমান্ড দিন।
. ইমেজ ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন এবং ডাবল ক্লিক করুন। জেপেগ, জিফ, পিং ইত্যাদি ফরম্যাট ব্যবহার করা যাবে।
. আর্টবোডে আনার পর ড্রাগ করে যেখানে রাখতে চান সেখানে নিয়ে যান।
. প্রোপার্টি ইন্সপেক্টর থেকে প্রোপার্টি পরিবর্তন করুন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXbjr10oGaBilyo2Jcv9vP36CBHrBbZvQng7gaNMFA5w78tc0whRqL45Dl3fCj2mhSi2wpZuwEgU0yuuNQwFBa2pKLOOKodfXEZ0YBffMaC4Am1lNjxcYFRN31OgKraxtSDNl3RJ6RATZ0/s400/catalyst-path-properties.jpg)
ভিডিও ইমেজ ইমপোর্ট করা
. যে পেজে ইমেজ ব্যবহার করতে চান সেই পেজ সিলেক্ট করুন।
. মেনু থেকে File – Import – Video/Sound File কমান্ড দিন।
. ইমেজ ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন এবং ডাবল ক্লিক করুন। FLV, F4V ইত্যাদি ফরম্যাট ব্যবহার করা যাবে।
. আর্টবোডে আনার পর ড্রাগ করে যেখানে রাখতে চান সেখানে নিয়ে যান।
. প্রোপার্টি ইন্সপেক্টর থেকে প্রোপার্টি পরিবর্তন করুন।
. Ctrl + Enter চাপ দিয়ে প্রিভিউ দেখে নিন।
ক্যাটালিষ্ট
নিজে থেকেই ভিডিওর সাথে প্লেয়ার কন্ট্রোল যোগ করবে। এর সাহায্যে প্লে-পজ,
সাউন্ড অন-অফ, ফুল স্ক্রিন ইত্যাদি ব্যবহার করা যাবে।
একবার ইমপোর্ট করার পর অন্য পেজে ব্যবহার করা প্রয়োজন হলে লাইব্রেরী থেকে ড্রাগ করে ব্যবহার করা যাবে।
একই কমান্ড ব্যবহার করে অডিও ফাইল ব্যবহার করতে পারেন। অডিওর জন্য এমপিথ্রি ফরম্যাট ব্যবহার করতে পারেন।
ফ্লাশ সুইফ (SWF) ইমপোর্ট করা
. যে পেজে ইমেজ ব্যবহার করতে চান সেই পেজ সিলেক্ট করুন।
. মেনু থেকে File – Import - SWF কমান্ড দিন।
. ইমেজ ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন এবং ডাবল ক্লিক করুন।
. আর্টবোডে আনার পর ড্রাগ করে যেখানে রাখতে চান সেখানে নিয়ে যান।
. প্রোপার্টি ইন্সপেক্টর থেকে প্রোপার্টি পরিবর্তন করুন।![++8801911023611 ++8801911023611](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipMEfbcvAzhK0BnAwGCM1FHWsDioZOxy7NBnwzuOKuJwTlK9WIWYzlPD5jHkzTc4G6I7I73hxwJQvBiO1mvBDFch_7s-_gJyQxQKxLrm7W60vdXySIDUWTb_snZgNDOP4O5EDLsz-YTy02/s1600/Untitled-1.jpg)
No comments:
Post a Comment