Friday, January 5, 2018

অভিভাবকের আয়ের সনদপত্র OVIVABOK AOY SONOD

অভিভাবকের আয়ের সনদপত্র

অভিভাবকের আয়ের সনদপত্র নিয়ে আপনাদের মধ্যে এতো এতো কনফিউশন দেখে আমি নিজেই অবাক। যাই হোক, সব কনফিউশন দূর করে নিন নিচে থেকেঃ
.
★ প্রথমেই নিচের লিংক থেকে আয়ের সনদপত্রের PDF ফাইল ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিন।
.

 অভিভাবকের আয়ের
সনদপত্রের লিংকঃ মাসিক              PDF ডাউনলোড 
অভিভাবকের আয়ের সনদপত্রের
লিংকঃ বাৎসরিক                             PDF ডাউনলোড 
.
আপনি এই ফাইলটাও প্রিন্ট করতে পারেন অথবা আপনার ইউনিয়ন পরিষদ থেকে যেটা দিবে ওটাও নিতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আয়ের সনদপত্র দিবে। এবার আসি কেমনে পূরণ করবেন।
.
★ প্রথমে যেই খালি বক্সটা দেখতেছেন সেখানে আপনার অভিভাবকের নাম লিখবেন। এখন প্রশ্ন হলো আব্বু নাকি আম্মুর নাম লিখবেন। সোজা কথায় যদি উত্তর দেই তাহলে বলবো আপনার পরিবার নিয়ন্ত্রণ করে যেই মানুষটা, যিনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, যিনি পরিবারের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ করেন আপনি তাঁর নাম লিখবেন। মানে আপনার মেইন অভিভাবক যিনি তাঁর নাম লিখবেন সেটা হতে পারে আপনার আব্বু/আম্মু/বড় ভাই ও বোন/চাঁচা অথবা অন্য কেউ। আশা করি বুঝেছেন।
.
★ ২ নং বক্সে আপনার অভিভাবকের পিতা/মাতার নাম। সোজা কথায় আপনার দাদা/দাদী যে কোনো একজনের নাম লিখবেন। যার নাম লিখবেন তাঁর উপর টিক দিবেন।
.
★ তারপরের বক্সগুলোতে আপনার অভিভাবকের বিস্তারিত লিখবেন। মানে ৩ নং বক্সে অভিভাবকের গ্রামের নাম, ৪ নং বক্সে অভিভাবকের পোষ্ট অফিস, এইভাবে পর্যায়ক্রমে অভিভাবকের উপজেলা ও জেলা লিখবেন। ৭ নং বক্সে অভিভাবকের পেশা, ৮ নং বক্সে অভিভাবকের মাসিক আয় এবং ৯ নং বক্সে অভিভাবকের বাৎসরিক আয় লিখবেন। হুদায় আয়ের পরিমাণ না দিয়ে আসল টাকার পরিমাণ দিবেন সবাই।
.
★ এবার আসি সত্যায়িত কারে দিয়ে করাবেন। সবচেয়ে ভাল হয় নিজ নিজ এলাকার চেয়ারম্যান দিয়ে সত্যায়িত করানো। কারন লক্ষ করুন আয়ের সনদপত্রে কিন্তু একটা লাইন লেখা আছে সেটা হলো " আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি......... " সুতরাং আপনার অভিভাবককে চেনে এমন কোনো মান্যগণ্য ব্যক্তি (যেমন নিজ এলাকার চেয়ারম্যান) দ্বারা সত্যায়িত করা ভাল। বাট সেটা যদি না পারেন এতো ঘাবড়ানোর কিছু নাই। আপনি যে কোনো কাউকে (কলেজ/ভার্সিটির শিক্ষক) দিয়ে সত্যায়িত করাতে পারেন।
.
★ আয়ের সনদপত্রের কোনো ফটোকপি লাগবে না। জাস্ট মেইন ১ কপি লাগবে।