ওয়েব ডিজাইন করতে চান : কিছু নিয়ম মেনে চলুন

Flash Catalyst: ওয়েব পেজে অডিও, ভিডিও এবং অন্যান্য বিষয় যোগ করা
ফটোশপ
ডিজাইনকে কিভাবে ওয়েব পেজে পরিনত করা যায় সেটা উল্লেখ করা হয়েছে আগের
টিউটোরিয়ালগুলিতে। ওয়েবপেজের সবকিছু ফটোশপ, ইলাষ্ট্রেটর বা ফায়ারওয়ার্কসে
যোগ করে আনতে হবে এমন কথা নেই, ক্যাটালিষ্টে আনার পর টেক্সট, গ্রাফিক
এলিমেন্ট, ভিডিও, ফ্লাশ মুভি, অডিও ইত্যাদি যোগ করা যায়।

Microsoft Expression vs Adobe Dreamweaver

ওয়ার্ডপ্রেসে ফটোব্লগিং : ফটো গ্যালারী তৈরী

নিজস্ব ডোমেন থেকে কি সুবিধে পাওয়া যায়
আপনি
ওয়েবসাইট ব্যবহার করতে পারেন বিভিন্ন কারনে। যেভাবে ফেসবুক-টুইটার ব্যবহার
করেন তাকেই আরেকটু বড় আকারে ব্লগ হিসেবে ব্যবহার করতে পারেন। আয়ের লক্ষ
সামনে রেখে ব্যবসা হিসেবে ব্লগ তৈরী করতে পারেন। ফ্রিলান্সার হিসেবে কাজ
করলে নিজের পরিচিতি তুলে ধরা, প্রচার চালানোর কাজে ওয়েবসাইট ব্যবহার করতে
পারেন। আর ব্যবসা প্রতিস্ঠান পরিচালনা করলে ওয়েবসাইট ছাড়া এইযুগে ভাল করার
খুব সুযোগ নেই।
নিজস্ব
ডোমেন ব্যবহারের জন্য টাকা খরচ করতে হয়। বছরে ৫০০-৬০০ টাকা দিয়ে আপনার
পছন্দের নামটি নিজের করে নিতে পারেন। যদি নিজস্ব সার্ভার (ভাড়া করা)
ব্যবহার করতে চান তাহলে সেখানে এই নামে একটি ফোল্ডার তৈরী করা হবে আপনার
জন্য। সেখানে পুরো কর্তৃত্ব আপনার।
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন

Wordpress: টেম্পলেট (থিম) ব্যবহার
আপনি
ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ ব্যবহার করুন অথবা নিজস্ব ডোমেন-হোষ্টিং
ব্যবহার করুন, খুব সহজে নিজের পছন্দমত টেম্পলেট ব্যবহার করতে পারেন।
বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে আপনি সরাসরি তাদের সাইট থেকে থিম পছন্দ করতে
পারেন, তার প্রিভিউ দেখতে পারেন, এরপর একবার ক্লিক করলেই সেটা আপনার ব্লগে
কাজ করবে। এর সমস্যা হচ্ছে, বিনামুল্যের ব্লগে থিমের আভ্যন্তরীন কোন
পরিবর্তন করার সুযোগ দেয়া হয় না। যদি ফন্টসাইজ আপনার জন্য মানানসই না হয়
তাহলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না, বরং আপনার জন্য মানানসই ফন্টের
থিম খুজে বের করতে হয়। যদিও তাদের থিমের সংখ্যা অনেক, ক্রমশই সেগুলি বাড়ানো
হচ্ছে। এদের অধিকাংশেই হেডার ইমেজ পরিবর্তন করা যায়, কোনটিতে পছন্দমত রংও
ব্যবহার করা যায়।
গ্রাফিক ডিজাইনে ফটোশপ-ইলাষ্ট্রেটর দুটি প্রয়োজন হয় কেন
গ্রাফিক
ডিজাইনে যারা নতুন কিংবা শিখতে আগ্রহি তারা অনেক সময়ই বিভ্রান্তিতে পড়েন সফটঅয়্যার
নিয়ে। ফটোশপ শিখবেন নাকি ইলাষ্ট্রেটর শিখবেন এই সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন।
তাদের জন্যই এই পোষ্ট।
বিষয়টিকে যদি
যুক্তি দিয়ে দেখেন তাহলে হতে পারে এমন, ফটোশপ এবং ইলাষ্ট্রেটর দুটি সফটঅয়্যারই
এডবির তৈরী। যদি একটি দিয়ে কাজ চলত তাহলে দুটি পৃথক সফটঅয়্যার প্রয়োজন হত না। এই
যুক্তিতে দুটিই প্রয়োজন।
ইলাষ্ট্রেটর-ভেক্টর ডিজাইনের জন্য ষ্টক রেফারেন্স ব্যবহার
ঐতিহাসিকভাবে শিল্পীরা
সামনে মডেল রেখে ছবি আকেন। ডিজিটাল যুগে এই পদ্ধতিকে সব ধরনের শিল্পকর্মে ব্যবহার
করা যায়, ভেক্টর আর্ট সহ। ষ্টক ইমেজ কিভাবে ভেক্টর ডিজাইন সহজ করতে পারে সেকথা
উল্লেখ করা হচ্ছে এই পোষ্টে।প্রথমে ষ্টক
ইমেজ সম্পর্কে দুকথা বলে নেয়া ভাল। আপনার যে বিষয়ের ছবিই প্রয়োজন হোক না কোন,
ইন্টারনেটে সার্চ করলে পাবেন। এগুলি ষ্টক আর্ট। ডিজাইনাররা সবসময়ই এগুলির সাহায্য
নেন। এগুলি যেহেতু অন্যের সম্পত্তি (কপিরইটেড) সেহেতু সরাসরি ব্যবহার করতে পারেন
না। ব্যবহার করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে নিন।
No comments:
Post a Comment