Saturday, January 17, 2015

Free Calling For Watsaps বিনা মূল্যে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

Md helal 


.মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপ এবার বিনা মূল্যে কথা বলার সুযোগ দিচ্ছে। ফলে ব্যবহারকারীরা বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের মতো কথাও বলতে পারবেন। বিনা মূল্যে কথা বলার সুবিধা স্কাইপ ও ভাইবারে রয়েছে। এ তালিকায় এবার হোয়াটসঅ্যাপও আসছে।
সহজ, দ্রুতগতির ও নির্ভরযোগ্য সেবা হিসেবে ইতিমধ্যে ৪৫ কোটি মানুষ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। প্রতিদিন এই অ্যাপটির ব্যবহারকারী বাড়ছে ১০ লাখ করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। এর পর থেকেই নানা ধরনের সুবিধা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ থেকে বার্তা পাঠানোর সুবিধা দিতে অ্যাপটিতে কাজ চলছে বলে শোনা যায়। তবে সম্প্রতি জানা গেছে, নতুন হিসেবে বিনা মূল্যে কথা বলার সুবিধাই যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তবে ঠিক কোন সুবিধাটি যুক্ত হচ্ছে, সেটি নিশ্চিত জানা যায়নি।এ ব্যাপারে মুখ খোলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত ছবি অনুযায়ী হোয়াটসআপের নতুন সুবিধা হিসেবে কল করা, রিসিভ ও মিউট করার বোতাম দেখা গেছে। ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিকভাবে এক বছর বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিনা মূল্যে কথা বলা যাবে। এর পর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়েই কেবল এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
—টেক টাইমস ও দ্য ভার্জ

++8801911023611

No comments:

Post a Comment