ইলেকট্রনিক্স বিষয়ক বাংলা ই-বুক সমূহ - হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি
আমরা অনেকে জানতে চাই, কিভাবে এই ডিভাইসগুলো কাজ করে। আবার অনেকে সাহসী হয়ে প্রশ্ন করেন, কিভাবে এই ডিভাইসগুলো বানানো সম্ভব।
কেউ কেউ ইলেকট্রনিক্সকে শখ বা হবি হিসাবে নেন এবং ইলেকট্রনিক্স বিষয়ক বই পড়ে থাকেন। আবার অনেক ছাত্রকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের উপর কোর্স করতে হয়। এসব কোর্সের মাধ্যমে ইলেকট্রনিক্স থিওরী সর্ম্পকে জেনে পরীক্ষায় পাশ করলেও, সার্কিট ডিজাইন বা সার্কিট নির্মান করা সম্ভব হয়না।
তাই আমি আপনাদের জন্য এমন কিছু বই শেয়ার করব যার ফলে আপনার এই বিষয় সম্পর্কে ভীতি দূর হয়ে আগ্রহ সৃষ্টি হবে ...
তাছাড়া
ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স সর্ম্পকে জানবার কিছু সুবিধা রয়েছে।
প্রথমত ইলেকট্রনিক্স জানার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ কাজ করছে। ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, ডিভাইসকে নিয়ন্ত্রন করা ভালো একটি ব্যাপার। আর যখন ডিভাইসগুলো সমস্যা তৈরী করতে থাকে তখন হতাশ না হয়ে অনেক ক্ষেত্রেই নিজেই সমস্যাগুলো সমাধান করা যায়।
দ্বিতীয়ত, ইলেকট্রনিক্স শেখা আনন্দের একটি বিষয়; যদি সঠিকভাবে শুরু করা হয়। ইলেকট্রনিক্স পার্টস সমূহের দাম খুব বেশি নয় এবং এগুলো নিয়ে টেবিলের মতো অল্প জায়গায় কাজ করা যায়। এটি খুব বেশী সময়ও নেয় না। সেক্ষেত্রে এটি খুব ভালো একটি হবি হতে পারে।
এছাড়াও, ইলেকট্রনিক্স শেখার মাধ্যমে অনেকের কর্মক্ষেত্রে সুবিধা হতে পারে। অনেকের জন্য ইলেকট্রনিক্স কাজের নতুন ক্ষেত্র উন্মোচন করতে পারে।
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
... অনেকে ভাবতে পারেন আমার পড়ালেখা শেষ আমি এই বই দিয়ে কি করব !...
আরে আপনি আপনার জন্য না আপনার কাছের বা দূরের ছোট ভাই , বোনের জন্য
ডাউনলোড করে নিন ...
আর ই-বুক কখনো অকাজে যায় না ...
কোন না কোন সময় কাজে লাগে ...
তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না ...
ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন ...
কয়টা কাজে লাগে চিন্তা করুন তো ...
কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে আপনার না লাগলেও আপনার বন্ধু বা ছোট ভাই ও বোনের ও কাজে লাগতে পারে .........
তাছাড়া বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছেন তাহলে ডাউনলোড করতে সমস্যা কি ?
▬▬▬▬۩۞۩▬▬▬▬
এবার দেখুন আপনার কোন কোন বই লাগবে ...।
নোটঃ
▬▬▬▬
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...
ইলেক্ট্রনিক্সের ব্যাসিক ধারনা
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ডাউনলোড লিঙ্কঃ
Basic Electronics.zip
http://www66.zippyshare.com/v/30971235/file.html
হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ডাউনলোড লিঙ্কঃ
Digital_electronics_dynamic.zip
http://www66.zippyshare.com/v/70016775/file.html
ডিজিটাল ইলেকট্রনিক্স
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ডাউনলোড লিঙ্কঃ
Circuit book_PP.zip
http://www66.zippyshare.com/v/2981057/file.html
মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট'স
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ডাউনলোড লিঙ্কঃ
Microcontroller.zip
http://www66.zippyshare.com/v/41994748/file.html
প্রজেক্ট ইলেকট্রনিক্স
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ডাউনলোড লিঙ্কঃ
Project Electronics_Copy.zip
http://www66.zippyshare.com/v/6192809/file.html
No comments:
Post a Comment