ব্যাকআপ রাখুন আপনার কম্পিউটারের সকল ড্রাইভার…
আজ আমি আপনাদের সাথে একটা সফ্টওয়ার নিয়ে বলব। তার আগে কিছু কথা না বললেই নয়, আজ এমন একটা যুগে আমরা চলে এসেছি যেখানেকম্পিউটার আজ ঘরে ঘরে। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কম বেশী কম্পিউটার ইউস করতে পারি, কিন্তু কোন সমস্যার সামনে পড়লেই শুরু হয় ছোটাছোটি, আর কিছু আছে যারা কোন সমস্যার সামনে পড়লেই চোখ বন্ধ করে ফরমেট মেরে দেয় হা হা হা…
তার পরও সমস্যা পিছু ছাড়েনা, বিপাকে পড়তে হয় ড্রাইভার নিয়ে উইন্ডোজ ফরমেট বা রি-ইন্সটলের পর আবার কষ্ট করে কম্পিউটারের জন্য বিভিন্ন ড্রাইভার ইন্সটল করতে হয় আর এর জন্য পোহাতে হয় অনেক ঝামেলা । যেমন আপনার কম্পিউটারে ইন্সটল করা স্ক্যানার, প্রিন্টার, মডেম, গ্রাফিক্স, অডিও ইত্যাদি ড্রাইভার গুলো যদি ব্যাকআপ রাখুন পরবর্তীতে কম্পিউটার রি-ইন্সটলের পর তা আবার রিস্টোর করতে পারবেন। আর এ জন্য আপনার দরকার একটা সফ্টওয়ার, হা আজ আমি আপনাদের সেই সফ্টওয়ারের কথাই জানাব। এই সফ্টওয়ার টার নাম ”ডাবল ড্রাইভার”।
সফটওয়্যার’টি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এটি উইন্ডোজ এক্সপি,সেভেন,ভিসতায় সাপোর্ট করবে।
মজার ব্যাপার হল এটি পোর্টেবল তাই ইন্সটল করার ঝামেলা নেই, ডাউনলোড করার পর Scan current System এ ক্লিক করবেন তাহলে আপনার কম্পিউটারে যত গুলো ড্রাইভার ইন্সটল করা সেগুলো দেখতে পাবেন এবং কোনটা কোনটা ব্যাকআপ রাখতে চান সেটা ব্যাকআপ রাখতে পারবেন।
পরবর্তীতে উইন্ডোজ ফরমেট বা রি-ইন্সটলের পর ব্যাকআপে রাখা ড্রাইভারগুলো রিস্টোর করতে সফটওয়্যারের রিস্টোর বাটনে ক্লিক করে ব্যাকআপে রাখা ফোল্ডার’টি দেখিয়ে দিন এবং রিস্টোর করে নিন আপনার ব্যাকআপে রাখা ড্রাইভার গুলি।
No comments:
Post a Comment