চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স
কন্টাক্ট লেন্স কী : এটা এমন একটি লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স
ব্যবহার হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার :
# যারা চশমা পরতে চান না তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।
# যাদের কালো মণিতে পুরোনো ঘা আছে, চোখ খোলা-বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।
# চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে।
# কালো মণির পুরোনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।
# জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে পারে না, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
# ফ্যাশন সচেতন মানুষরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।
কন্টাক্ট লেন্সের ধরন
লেন্স সাধারণত তিন ধরনের হয়।
* হার্ড কন্টাক্ট লেন্স
* আরজিপি কন্টাক্ট লেন্স
* সফট কন্টাক্ট লেন্স
ব্যবহার বিধি
# প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না
# কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে।
# মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।
# বেশি পুরোনো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন।
# হার্ড কন্টাক্ট লেন্স বেশিক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘণ্টা) ব্যবহার করা যায়।
# আরজিপি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘণ্টা ব্যবহার করা যায়।
# প্রতি ২৪ ঘণ্টা পরপর নির্দিষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম।
# কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং ত্বরিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কন্টাক্ট লেন্সজনিত সমস্যা
# লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে।
# চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে।
# কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে।
# লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে , ব্যবহার বিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্সজনিত চোখের সমস্যা দেখা যায় না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়।
পরামর্শ দিয়েছেন : ডা. শামস্ মোহাম্মদ নোমান, চক্ষু বিশেষজ্ঞ
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র
পাহাড়তলী, চট্টগ্রাম।