Saturday, January 17, 2015

popular freelancing web জনপ্রিয় কিছু ফ্রীল্যান্সিং ওয়েব সাইট

জনপ্রিয় কিছু ফ্রীল্যান্সিং ওয়েব সাইট

 

বাংলাদেশে ফ্রীল্যান্সিং এর সফলতার হার দিনে দিনে বেড়ে চলেছে। অনেকেই সাফল্যের সাথে নিয়মিত ফ্রীল্যান্সিং করছেন এবং বেশ ভালো আয় করছেন। তবে ফ্রীল্যান্সিং করতে হলে দক্ষতার কোন বিকল্প নেই। আইটির যে কোন একটি বা একাধিক ক্ষেত্রে
আপনাকে পারদর্শী হতে হবে। এরপর ফ্রীল্যান্সিং সাইট গুলো থেকে আপনার পছন্দমত কাজ বেছে নিতে পারবেন। তবে ডাটা এন্ট্রি এর মত কাজগুলো সহজেই করতে পারবেন, যদিও এটি পাওয়া কঠিন।  প্রথমে কাজ পেতে একটু দেরী হলেও, সফলভাবে দুই-একটি প্রজেক্ট সম্পন্ন করতে পারলে, আর পিছনে ফিরে তাকাতে হবে না।
ইন্টারনেটে অনেক ফ্রীল্যান্সিং সাইট আছে এবং এগুলো একেকটি একেক বৈশিষ্টের অধিকারী। এর মধ্য থেকে জনপ্রিয় কিছু সাইট সম্পর্কে লিখছি এই পোস্টে। আপনার ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে, এগুলোর যেকোন একটি থেকে শুরু করতে পারেন।

99Designs


এটি সাধারন ফ্রীল্যান্সিং সাইটগুলো থেকে একটু ভিন্ন। এটি মূলত ডিজাইনারদের জন্য তৈরি করা হয়েছে। ওয়েব সাইট, লোগো, আইকন ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ পাওয়া যায় এখানে। এখানে প্রতিটি ডিজাইন এর জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং যে কেউ এই প্রোতিযোগিতায় অংশগ্রহন করতে পারে। ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রজেক্ট শেষ করার পর, ক্লায়েন্ট যেকোন একটি ডিজাইন বেছে নেন এবং একজন বিজয়ী নির্ধারন করেন। এরপর বিজয়ীকে পূর্ব নির্ধারিত অর্থ প্রদান করা হয়।

Freelancer


Get A Freelancer এর নাম পরিবর্তন করে এখন Freelancer.com রাখা হয়েছে। এটি মোটামুটি সকলেরই পরিচিত। নতুনদের জন্য এখানে ট্রায়াল প্রযেক্ট নামে এক ধরনের প্রজেক্ট থাকে। ফলে নতুন একজন ফ্রীল্যান্সার সহজেই একটি প্রজেক্ট শুরু করতে পারেন। এরপর একটি ভালো রেটিং পেয়ে গেলে, তখন অন্য প্রজেক্ট পেতে সুবিধা হবে। এই সাইটে প্রতিদিন নতুন অনেক কাজ আসে। ফলে আপনি অনেক ধরনের কাজ এখানে দেখতে পাবেন।

oDesk



ও-ডেস্ক একটি জনপ্রিয় ফ্রীল্যান্সিং ওয়েব সাইট। এখানে দু’ধরনের কাজ পাওয়া যায়। ঘন্টা হিসেবে অথবা নির্দিস্ট মূল্য হিসেবে। ঘন্টা হিসেবে কাজের ক্ষেত্রে প্রতি ঘন্টা কাজের জন্য নির্দিস্ট পরিমান অর্থ পরিশোধ করা হবে। অথবা একটি পুরো প্রজেক্ট নির্ধারিত মূল্য হিসেবে কাজ করা যায়। প্রজেক্ট শেষ হলে পুরো টাকা পরিশোধ করা হয়।

Joomlancers


জুমলা ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষায়িত সাইট এটি। জুমলা ব্যবহার করে সহজেই ব্লগ, ই-কমার্স সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইত্যাদি তৈরি করা যায়। জুমলা বিষয়ক কাজ জানা থাকলে জুমল্যান্সার থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের কাজ।
 by Md Helal

++8801911023611

No comments:

Post a Comment