Saturday, January 17, 2015

I.T Dictionary Computer আইটি ও কম্পিউটার সেক্টরের জন্য তৈরীকৃত ডিকশনারীর ২.০


আইটি ও কম্পিউটার সেক্টরের জন্য তৈরীকৃত ডিকশনারীর ২.০


যারা আইটি ও কম্পিউটার নিয়ে লেখাপড়া বা এই পেশায় যারা নিয়োজিত আছেন তাদের প্রতিনিয়ত অনেক সংক্ষিপ্ত রুপের পূর্ণ রুপ জানতে হয়। তাই এই কথা চিন্তা করে আমি এই নিয়ে একটি ডাটাবেস অ্যাপস ডিকশনারী তৈরী করেছি। যার বর্তমান ভার্শন ২.০.
এটি বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ দিয়েছি।

এই বার ও সবার জন্য বিনামূল্য এটি ডাউনলোড করার সুযোগ থাকছে। আমার একটা অনুরোধ থাকবে।

সবার স্বার্থে এই সফট্‌ওয়্যারটি শেয়ার করুন আপনার বন্ধূ , সহপাঠী (Facebook) যারা এই সেক্টরে নিয়োজিত আছে বা এই সেক্টরে অধ্যায়নরত আছে। তবেই আমার কষ্ট স্বার্থক হবে।

ডিকশনারী:
Abbreviation Dictionary Use : Access (2003) + VB
Facilities:
1. 1000+ sort form
2. Search sort form
3. Search all the sort form by Alphabet more…
এটি ব্যবহার করতে আপনার অফিস ২০০৩/এক্সপি/২০০০ থাকতে হবে। (২০০৭ প্রযোজ্য নয়)
পাসওয়ার্ড : haruncpi

++8801911023611


Download

No comments:

Post a Comment