Sunday, December 7, 2014

power batons apps আপনার আন্ড্রয়েড মোবাইলের পাওয়ার বাটন বাচাতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করুন।

আমি  আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব যেটা ব্যাবহার করলে আপনাদের ফোনের পাওয়ার বাটনে সমস্যা হবে না। আমার নিজের ফোনের পাওয়ার বাটনে ২-৩ বার চাপ না দিলে কাজ করে না।


তাও আবার অনেক জোরে চাপতে হয়। আপনিও যদি এই সমস্যা থেকে বাচতে চান তাহলে ছোট এই অ্যাপটি ব্যাবহার করে আপনার পাওয়ার বাটনের কাজ অনেকটাই কমিয়ে দিতে পারেন।
Screen_Off_and_Lock
অ্যাপতির নাম হচ্ছে "Screen off and lock" উপরের ছবিতে যে ২ টি আইকন দেখতে পারছেন তার প্রথম টিতে ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রীন অফ হবে এবং লক হবে। আর দ্বিতীয় আইকনটি হল এই অ্যাপের সেটিং। স্ক্রীন অফ হওয়ার সাউন্ড অ্যাড করতে পারবেন। অনেক গুলো সুন্দর সুন্দর আনিমেশন আছে যেগুলো অ্যাড করলে স্ক্রীন অফ হওয়াটা আর সুন্দর দেখাবে।
sgs3-tv-off-_-screen-offএই আনিমেশনটি সবচেয়ে জনপ্রিয়। পুরনো টিভি যেভাবে অফ হত ঠিক সেইভাবে আপনার ফোনের স্ক্রীনও অফ হবে।
Screenshot_2014-11-21-18-49-56
আশা করি অ্যাপটি আপনাদের কাছে ভালো লাগবে। এটির সাইজ মাত্র ২৭০কেবি। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন এখনি।
 link click or 5 seconds wet and skip ad click 
Download Link

No comments:

Post a Comment