শেখাবে যে ১০টি ওয়েবসাইট
বাংলা টেলিগ্রাফ ডেস্ক । ৮ ডিসেম্বর, ২০১৪ ৯:৫৯ অপরাহ্ণ
ইন্টারনেট অসংখ্য ওয়েবসাইটের মধ্যে এমন কিছু সাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে নতুন কিছু জানা বা শেখা যাবে। এমন ১০টি ওয়েবসাইট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
১. জানার কোনো শেষ নেই। তবে জানার চেষ্টা কখনই বৃথা যায় না। দৈনন্দিন জীবনে ছোটবড় অনেক অজানার খোঁজ দেবে টুডে আই ফাউন্ড আউট সাইটটি। ঠিকানা: www.todayifoundout.com।
২. নানা উপায়ে ভোকাবুলারি শেখা যাবে মাই ভোকাবুলারি সাইটটি থেকে। ঠিকানা: www.myvocabulary.com ।
৩. বর্তমানে সবচেয়ে দামি কী? অনেকে অনেক কিছু বলবেন। তবে আসল জিনিসটি হল সময়। এমন অনেকেই আছেন যারা ইন্টারনেটে কাজ করার সময়, বা প্রযুক্তিগত ক্ষেত্রে একটু ধীর গতির। স্পিডার সাইটটি থেকে বাড়িয়ে নিন নিজের স্পিড। ঠিকানা: http://adf.ly/v8iBz।
৪. আপনি কী বইপোকা? তা হলে গুটেনবার্গ সাইটটি আপনার খুব কাজে লাগবে। এখানে হাজার হাজার ভালো বই আপনি অনলাইনে পড়তে পারবেন। ঠিকানা: www.gutenberg.org।
৫. সময়ের অভাবে হোক বা মূলধনের, অনেকে পড়ার ইচ্ছা থাকলেও তা শেষ করে উঠতে পারেননি। তারা স্বাচ্ছন্দে কোর্সঅ্যারা সাইটটি দেখুন। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। তার মধ্যে অনেকগুলো কোর্স বিনামূল্যে পড়া যায়। কোর্সের শেষে টাকা জমা দিয়ে সার্টিফিকেটও পাওয়া যায়। ঠিকানা: www.coursera.org।
৬. ছবি তোলা বা গান শুনতে পছন্দ করেন? কিন্তু মোবাইল বা কম্পিউটারের হার্ডডিস্কের স্বল্প জায়গার জন্য নাজেহাল হতে হচ্ছে? তাহলে কপি সাইটটি আপনার জন্য। এখানে আপনি বিনামূল্যে ১৫ জিবি জায়গায় পাবেন ছবি, গান বা ডাটা স্টোর করে রাখার জন্য। ঠিকানা: www.copy.com/home।
৭. সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব নিয়ে বা খবর পরিবেশন নিয়ে অনেকে অসন্তুষ্ট হতে পারেন। তারা স্বাচ্ছন্দে দ্য ইপোচ টাইমস সাইটে গিয়ে কিছু `আনসেন্সরড` খবর দেখতে পারেন। ঠিকানা: www.theepochtimes.com।
৮. একাকীত্ব আজকের অন্যতম রোগ। আপনার কথা কারো শোনার সময় না থাকলে ‘৭ কাপস অব টি’ সাইটটিতে কিন্তু আপনার কথা মন দিয়ে শোনার লোক রয়েছে। অনেক জমানো কথা বলে আপনি কিছুটা হাল্কা হতে পারবেন। ঠিকানা: www.7cupsoftea.com।
৯. যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে কুয়োরা সাইটটিতে দেখতে পারেন। ঠিকানা: www.quora.com।
১০. খেলার ছলে শিক্ষা মনে দীর্ঘস্থায়ী হয়। তবে গুরুগম্ভীর কোটগুলো শিশুদের শেখাতে গিয়ে ঘাম ছোটানোর দরকার নেই। দেখুন জেন পেন্সিল সাইটটি। এখানে মনীষিদের বাণী কার্টুনের ছলে দেখা যায়। ঠিকানা: http://adf.ly/v8iKf।
150 people reached
115 people reached
No comments:
Post a Comment