Sunday, December 7, 2014

pendrive windows softwer পেন্ড্রাইভ উইন্ডোজ করার সফট্ব্যার এক্সপি, ভিস্তা,৭,৮

আমি অনেক দিন থেকেই এই সমস্যার সমাধান খুজছিলাম... গতকালকেই এটার সমাধান পেয়েছি। এখন ব্লগে সবার সাথে শেয়ার করছি... অনেক সময়ই দেখা যায় ডিভিডি ড্রাইভ ঝামেলা করছে... কিন্তু আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম সেট আপ করা জরুরি... ঠিক তখনি আপনি একটি পেনড্রাইভ ব্যবহার করে সহজেই সমস্যার সমাধার করতে পারেন...

আর সমাধানের নিয়ম ২ ধরনের
১। সফট্যার  যা দিয়ে কোন ঝামেলা ছাড়া পেন্ড্রাইভ  উইন্ডোজ  করা যায়,

downloads link
 ২। ম্যানুয়াল ভাবে নিচে দেয়া হল
প্রথমে যা যা লাগবেঃ
১। একটি পেনড্রাইভ (৪ জিবি বা +)



২। সচল ডিভিডি ড্রাইভ
৩। উইন্ডোজ ৭/ ভিসতা... এ ক্ষেত্রে খেয়াল রাখতেই হবে ৭ বা ভিসতা টা যেন .iso হয়... অন্য ফরম্যাট হলে এ পদ্ধতি কাজ করবেনা...
দরকারি জিনিস পেয়ে গেছেন... এবার কাজ শুরু করতে পারেন...
পদ্ধতিঃ
আপনার পেনড্রাইভ NTFS এ ফরম্যাট করে নিতে হবে... ফরম্যাট করার সময় NTFS format সেট করে ফরম্যাট করলেই হয়ে যায়। আপনি কাজটি ম্যানুয়ালিও করতে পারেন। তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন...
Start menu > All programs > Accessories এখান থেকে কমান্ড প্রমট run as administrator দিয়ে চালু করুন এবং নিচের কমান্ড গুল দিন...
DISKPART লিখে এন্টার চাপুন …
এবার LIST DISK লিখে এন্টার চাপুন। আপনার হার্ড ড্রাইভ এবং আপনার পেন ড্রাইভ পারটিশন নাম্বার (পুর হার্ড ডিস্ক একটি এবং পেন ড্রাইভ একটি) সহ দেখাবে। আমরা ধরে নিচ্ছি আপনার পেন ড্রাইভ এর পারটিশন নাম্বার ১ (disk 1)। এবার নিচের কমান্ড গুল দিয়ে এন্টার চাপুন...
Disk 1
SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS (ফরম্যাট হতে কিছু সময় নেবে)
ASSIGN
আপনার পেনড্রাইভ NTFS এ ফরম্যাট হয়ে গেছে... কাজ বেশিরভাগ শেষ... কমান্ড বন্ধ করার দরকার নেই...
এবার আপনার উইন্ডোজ ৭ অথবা ভিসতা ডিভিডি ড্রাইভ এ ঢুকান। এখানে ধরে নিচ্ছি আপনার ডিভিডি ড্রাইভ হচ্ছে D এবং পেন্ড্রাইভ হচ্ছে H ড্রাইভ...
এখন কমান্ডে আবার লিখুন D: CD BOOT (D আপনার ডিভিডি ড্রাইভ লেটার) এন্টার চাপুন
CD BOOT লিখে এন্টার চাপুন। আর একটু কাজ বাকি...
BOOTSECT.EXE /NT60 H: (এখানে H আপনার পেনড্রাইভ লেটার) লিখে এন্টার দিন।
আপনার কাজ শেষ। এবার ভিসতা অথবা ৭ (.iso) পেনড্রাইভ এ কপি করে নিন।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার সময় আপনার প্রাইমারি বুট ডিভাইস অবশ্যই পরিবর্তন করে usb Drive সেট করে নিতে হবে। যে কোন কম্পিউটারই এই সিস্টেম এ সেট আপ দেয়া যাবে। আপনার কম্পিউটার এর ডিভিডি ড্রাইভ নষ্ট হলে অন্য কম্পিউটার থেকে পেনড্রাইভ বুটেবল করে আপনারটা সেট আপ করতে পারেন...

No comments:

Post a Comment