Sunday, December 7, 2014

পেশাজীবীর যে ১০টি ফ্রি অনলাইন কোর্স করা প্রয়োজন খুবই

আপনি পেশাজীবনে ব্যাপক দক্ষ এবং যোগ্য তাতে কোনো সন্দেহ নেই। তার পরও জীবনে যত এগোতে থাকবেন, আপনি ততই নতুন নতুন শিক্ষা অর্জন করতে থাকবেন। যথেষ্ট যোগ্য ব্যক্তিদেরও শিখে নেওয়ার অনেক কিছু রয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হয় খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খানকে। তিনি জানান, বিশ্বের বহু সফল ব্যক্তি অনলাইন থেকেই কিছু ফ্রি কোর্স করেছেন যা তাদের পেশাগত দক্ষতাকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই সবারই এ ধরনের কোর্স করা উচিত। এখানে দেখে নিন খান একাডেমির এমনই ১০টি ফ্রি অনলাইন কোর্সের খবর।
১. স্টক মার্কেটে কীভাবে বিনিয়োগ করবেন তার সম্পর্কে ধারণা পাবেন এখানে। কোনো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও এই কোর্সটি করে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করার ধারণা পাবেন। খান একাডেমির ‘হোয়াট ইট মিনস টু বাই আ কম্পানিস স্টক’ এর মাধ্যমে কোর্সের শুরু করতে পারেন। এখানে স্টক ও বন্ড সম্পর্কে মৌলিক ধারণা নিতে পারবেন।
 এখানে জানলিঙ্ক 
২. টেসলা মোটরস অ্যান্ড স্পেসএক্স-এর সিইও এলোন মাস্কের কাছ থেকে শিখে নিতে পারবেন কীভাবে একজন উদ্যোক্ত হওয়া যায়। নিজের একটি ব্যবসা না দিতে চাইলেও বিশ্বের সফল উদ্যোক্তারা কীভাবে তাদের প্রতিষ্ঠান চালাচ্ছেন তা জেনে নিতে পারবেন। খান একাডেমির ওয়েবসাইটে রয়েছে এ বিষয়টি।
এখানে জানলিঙ্ক 
৩. প্রোগ্রামিং শিখুন কম্পিউটারের যুগে টিকে থাকতে হলে। এর মাধ্যমে যে কেউ কোনো না কোনো সুবিধা পেতে পারেন। খান একাডেমির ‘দ্য বেসিকস আব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জাবাস্ক্রিপ্ট’ এর মাধ্যমে সাধারণ একটি প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারবেন আপনি।
এখানে জানলিঙ্ক 
৪. আধুনিক বিশ্বের ইতিহাস ঝালিয়ে নেওয়া শুরু করুন ‘ইউএস হিস্ট্রি রিভিউ ৩ : ওয়ার্ল্ড ওয়ার ২ টু ভিয়েতনাম’ এর মাধ্যমে। এখানে দেওয়া লেকচারের মাধ্যমে সালমান খান আপনার সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টা সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন।
 এখানে জানলিঙ্ক 

[বি.দ্রঃ ভুল গুলো কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন]
৫. বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে অর্থ বানাচ্ছে তা জানতে শুরু করুন ‘গ্রস অ্যান্ড অপারেটিং প্রোফিট’ এর মাধ্যমে। ব্যবসায় লাভ কীভাবে হয় তা বুঝতে পারবেন এর মাধ্যমে। এর পর থেকে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট নিয়ে আর ঝামেলা হবে না আপনার।

 এখানে জানলিঙ্ক

৬. আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যের একটি বিশেষ  ক্ষেত্র সম্পর্কে ধারণা নিন ‘ফ্লটিং এক্সচেঞ্জ রিসলভ ট্রেড ইমব্যালেন্স’ এর মাধ্যমে। এটি দিয়ে শুরু করলে ফ্লটিং এক্সচেঞ্জ রেট কীভাবে কাজ করে বুঝতে পারবেন আপনি।
এখানে জানলিঙ্ক

৭. পৃথিবীটা আসলে কত বড় তার ধারণা নেওয়া শুরু করুন ‘স্কেল অব আর্থ অ্যান্ড সান’ থেকে। এ নিয়ে হয়তো বহু পড়েছেন আপনি। কিন্তু এবার খান একাডেমির এই কোর্সটি থেকে জলবায়ুর পরিবর্তন এবং সৌরজগতে পৃথিবীর অবস্থান ইত্যাদি নিয়ে পরিষ্কার ধারণা পাবেন।
 এখানে জানলিঙ্ক

৮. ‘কসমোলজিক্যাল টাইম স্কেল ১’-এর মাধ্যমে বিশ্বজগত সম্পর্কে ধারণা পাবেন মাত্র ১৫ মিনিটের মধ্যে। মানবজাতির ইতিহাস এবং কসমোলজি নিয়ে বিস্তারিত ধারণা পাবেন এই কোর্সে।
 এখানে জানলিঙ্ক

৯. ‘অ্যানুয়াল পার্সেন্টেজ রেট (এপিআর) অ্যান্ড ইফেক্টিভ এপিআর’ এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিষয়াদি বুঝতে শুরু করুন। সবাই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তাই এ সম্পর্কে ধারণা থাকা জরুরি। ব্যাংক কীভাবে ক্রেডিট কার্ড প্রসেস করে এবং এপিআর কীভাবে কাজ করে তা বুঝতে পারবেন সহজে।
  এখানে জানলিঙ্ক

১০. ‘ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট রিলেশনশিপ’ থেকে ব্যবসা চালানোর কৌশল বুঝতে শুরু করুন। আপনি নিজেও হয়তো একটি ব্যবসা পরিচালনা করছেন অথবা ভবিষ্যতে করতে যাচ্ছেন। এখানে বেশ কিছু লেকচার পাবেন যা ব্যবসার উদ্যোক্ত হিসেবে জানা খুবই গুরুত্বপূর্ণ।
  এখানে জানলিঙ্ক

ধন্যবাদ সাথেই থাকবেন………

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete