Offline YouTube Offer অফলাইনেও দেখা যাবে ইউটিউব ভিডিও
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ভিডিও প্রেমিদের কাছে খুবই জনপ্রিয়।আর তাইগ্রাহকের সুবিধার জন্য তারা একের পর এক সেবা দিয়ে যাচ্ছে। এবার গ্রাহকদের সুবিধা করে দিতে নতুন এক পরিষেবা চালু করা হলো।
যেখানে অফলাইনে থাকাকালীনও ভিডিও দেখা যাবে। ফলে গ্রাহকরা ভিডিও ডাউনলোড করে নিয়ে পরে তা দেখতে পারবেন।
আপাততভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই সুবিধা মিলবে। ওয়াইফাই জোন কিংবা ভালোডেটা সংযোগ করা যায়, এমন কোনো জায়গা থেকে একটা বিশেষ আইকনে ক্লিক করলেইভিডিও ডাউনলোড হয়ে যাবে।
ভিডিওটিডাউনলোড হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যতবার খুশি দেখা যাবে। এতে ডেটা প্ল্যানেরখরচ থেকেও খানিকটা সুরাহা মিলবে। তাছাড়া ব্যান্ডউইথ কম থাকার সমস্যাও এরফলে এড়ানো সম্ভব হবে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিষেবায় বাফারিং এরসমস্যা হবে না। বর্তমানে এই দেশের প্রায় ৬ কোটি লোক ইউটিউব ব্যবহার করেন।
কোম্পানির তরফে জানা গিয়েছে, ইউটিউবে প্রায় ১০,০০০ ভারতীয় ছবি, ২০,০০০টিভি শো এবং আড়াই লক্ষ গান পাওয়া যায়।
সুত্র বাংলা টেলিগ্রাফ ডেস্ক । ১৩ ডিসেম্বর, ২০১৪
No comments:
Post a Comment