Thursday, February 19, 2015

Water entered the ear? The right way to get the water out of 6 কানে পানি ঢুকেছে? জেনে নিন পানি বের করার ৬টি সঠিক উপায়



কানে পানি ঢুকে কান বন্ধ হয়ে যাওয়ার চাইতে বিব্রতকর সমস্যা আর কিছুই হতে পারে নাখুবই বিচিত্র একটা অনুভব, সেটা কাউকে ব্যাখ্যা করা অসম্ভবঅন্যদিকে কানে পানি রয়ে গেলে কান পাকা ও তীব্র ব্যথা সহ নানান রকমের শারীরিক সমস্যা হতে পারেঅনেকেই কানে পানি ঢুকলে কটন বাড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন এই কাজটি একেবারেই ভুল! বরং জেনে নিন কান থেকে পানি বের করার ৬টি সঠিক উপায়

১) কান থেকে পানি বের করার সবচাইতে নিরাপদ উপায়টি হচ্ছে গ্রাভিটিকে কাজ করতে দেয়াযে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুনতারপর হাতের তালু রাখুন কানের উপরে এবং চাপ দিনচাপ দিয়েই হাতটি সরিয়ে নিনদেখবেন খানিকটা পানি বের হয়ে গেছেএভাবে বেশ কয়েকবার করুনপানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে
২) আরেকটি উপায় হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে পানি বের করাএকটি লম্বা শ্বাস নিন, এবার দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে ফেলুনএখন এই বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুনখুব জোরে বল প্রয়োগ করতে হবে না, সাধারণত যেভাবে নিঃশ্বাস ফেলেন সেভাবে ফেললেই হবেকানে আওয়াজ শুনতে পাবেন, বুঝবেন যে পানি বের করে বন্ধ কান ঠিক হয়ে গেছে
৩) যে কানে পানি ঢুকেছে, সেই কানটি বালিশে চাপা দিয়ে শুয়ে থাকুন এবং সম্ভব হলে ঘুমিয়ে পড়ুনঘুম ভাঙলে দেখবেন পানির সমস্যা নেই
৪) চুইং গাম বা যে কোন কিছু চিবিয়ে খানযেটা বেশ করে চিবাতে হয়, এমন খাবার বেছে নিনখাবার চিবানোর সময় যে মুভমেন্ট তৈরি হবে, সেটা বন্ধ কানকে খুলে দিতে সহায়ক
৫) হাই তুললেও কানের পানি বেরিয়ে বন্ধ কান খুলে যায়
৬) হেয়ার ড্রায়ার বেশ ভালো কাজ করে এক্ষেত্রেএকদম লো-তে ড্রায়ার সেট করুনতারপর কান থেকে ১০/১২ ইঞ্চি দূরে রেখে তাপ দিনকানের পানির সমস্যা দূর হবে
যদি কিছুতেই কিছু না হয়, অতি সত্বর ডাক্তারের কাছে যানঅনেক সময় ওষুধেরও প্রয়োজন পড়ে কানের পানি বের করতেতাই এই বিষয়টিকে অবহেলা করবেন না মোটেও
সূত্র-
টপ টেন হোম রেমিডি
উইকি হাউ





No comments:

Post a Comment