Friday, February 20, 2015

Very common to see the photographs are hiding behind all the terrible story, want to know the truthখুব সাধারণ দেখতে ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে ভয়ানক সব কাহিনী, জানতে চান সেই সত্য



ছবি এমন একটি জিনিস যা ধরে রাখতে পারে অনেক স্মৃতি অনেক কাহিনীকিছু ছবির স্মৃতি মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে আবার কিছু ছবির স্মৃতি মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়আজকে এমনই কিছু মর্মান্তিক এবং একই সাথে ভয়াবহ ঘটনার সাক্ষী কিছু ছবি নিয়ে হাজির হলামকিন্তু এই ছবিগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো ধরে রেখেছে ভয়াবহ কিছু ঘটনা




১) রেজিনা কে ওয়াল্টারস


এই ছবিটি দেখতে অনেক সাধারণ মনে হলেও এর পেছনের কাহিনী অনেক মর্মান্তিক
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রেজিনা কে ওয়াল্টারস যার বয়স মাত্র ১৪ বছররেজিনাকে খুন করার ঠিক আগে এই ছবিটি তোলেন রবার্ট বেন নামক একজন সিরিয়াল কিলাররবার্টের একটি ১৮ হুইলার ট্রাক ভর্তি শুধুমাত্র টর্চার করার যন্ত্র ছিলএই ছবিটি তোলার আগে রবার্ট রেজিনার চুল কেটে ফেলে এবং এই কালো রঙের এই পোশাক ও হিল জুতোটি পরতে বাধ্য করে





২) রেয়নাল্ডো ডাগসা


ফিলিপাইনের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা রেয়নাল্ডো ডাগসা, তার পরিবারের ছবি তুলছিলেনকিন্তু ঠিক পাশেই দেখুন একজন বন্ধুক উঁচিয়ে রয়েছেনহ্যাঁ, ঠিক ধরেছেন, এই ব্যক্তিটি ডাগসাকে খুন করার ঠিক আগের মুহূর্তের ছবি এটি ২০১১ নববর্ষের দিনে মাইকেল গঞ্জালেস নামক এই ব্যক্তি ডাগসাকে তার পরিবারের সামনেই দুটি গুলি করে হত্যা করে





৩) প্রেমিক যুগলের আত্মহত্যা


একজন ফটোগ্রাফার ব্রিজের উপরে দাড়িয়ে ছবি তুলছিলেনচীনের Wuhan Yangtze River Bridge এর উপরে দাড়িয়ে ছবি তোলার সময় তার ক্যামেরায় ধরা পড়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ছবিচমকে গেলেন? ছবিটির দিকে দেখুনব্রিজ থেকে লাফিয়ে পড়া মহিলাটিকে স্পষ্ট বোঝা যাচ্ছেঘটনাটি এতোই আকস্মিক ভাবে ঘটেছে যে পুরুষটির লাফ দেয়া কেউই ধরতে পারেন নি









৪) তারা ক্যালিকো এবং মাইকেল হেনলি জুনিয়র


পোলারয়েড ক্যামেরায় তোলা এই ছবিটি পাওয়া যায় ফ্লোরিডার একটি গ্রোসারি শপের পার্কিং লটে, ১৯৮৮ সালে১৯ বছর বয়েসি তারা ক্যালিকো এবং ৯ বছর বয়েসি মাইকেল হেনলি জুনিয়র সেই ১৯৮৮ থেকে এখন পর্যন্ত নিখোঁজ








৫) রবার্ট বাড


রবার্ট বাড ১৯৭১ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত পেনসিলভানিয়ার রিপাবলিক স্টেট সিনেটর ছিলেন, এরপর তিনি ১৯৮১ থেকে জানুয়ারি ২২, ১৯৮৭ সাল পর্যন্ত পেনসিলভানিয়ার ট্রেজারার ছিলেনএর কিছুদিন পরেই তিনি একটি প্রেস কনফারেন্স ডাকেন এবং সবার সামনেই আত্মহত্যা করেন যা পুরোপুরি লাইভ টেলিকাস্ট হয়েছিল এই ছবিটি তিনি আত্মহত্যা করার ঠিক আগের মুহূর্তের ছবি



৬) মাইকেল এবং শেন ম্যাককুইলকেন


এই ইলেকট্রিক্যাল চার্জড এরিয়ার দাঁড়ানো ছবিটি তোলা হয় এই দুই ভাইয়ের উপর বাজ পড়ার ঠিক কয়েক মিনিট পূর্বে১৯৭৫ সালের সিয়েরা নেভাডা পর্বতের কাছে ঠিক মাথার উপর বাজ পড়ার এই ঘটনায় সৌভাগ্যবশত মাইকেল এবং শেন ম্যাককুইলকেন দুজনেই বেঁচে যান
সূত্রঃ coapter.com


 




No comments:

Post a Comment