আমার আগের ফ্রীল্যান্সিং পোষ্টে লিখেছিলাম “কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন”। আজ আমি দেখাবো ওডেস্ক মেনু অপশন পরিচিতি। এই পোষ্টটি পুরাটাই ইমেজের উপর নির্ভর করে। পোষ্টটি পুরা লোড হতে অপেক্ষা করবেন। আর এখানে ইমেজ গুলো আকারে ছোট দেখা যাবে , তাই ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না। অনুগ্রহ করে যে ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না সেগুলো বড় করে দেখে নিবেন।আসুন তাহলে শুরু
করি।
ইমেজটি এখান থেকে বড় করে দেখুন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. ওডেস্ক এর মূল মেনু
- 2. এ্যাকাউন্ট সম্পাদন এবং লগ আউট
- 3. ম্যাসেস ইনবক্স , নোটিফিকেশন , টিকেট , সেন্ট আইটেম
- 4. ওডেস্ক ব্যবহারকারীর তথ্য
- 5. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- 6. ওডেস্ক এ জব , কন্টাকটর , টেষ্ট বা এক্সাম , সাহায্য সার্চ দেওয়া
- 7. ওডেস্ক লাইভ সাপোর্ট অপশন , বিভিন্ন বিষয়ে সাহায্য
- 8. নোটিফিকেশন প্যানেল। জব আসলো না গেলো , নতুন অফার
- 9. কয়টা ইন্টারভিউ একটিভ আছে , কয়টা জব এ্যাপ্রাই খালি আছে
- 10. প্রোফাইল সম্পাদন স্ট্যাটাস
- 11. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- 12. আইডি ভেরিফাই লিংক
- 13. টিম প্যানেল , কয়টা বায়ার আপনাকে হায়ার করেছে তার লিষ্ট
- 14. পেমেন্ট প্যানেল , ওডেস্কে কয় ডলার আছে তার স্ট্যাটাস
- 15. ওডেস্ক টিম সফটওযার ডাউনলোড লিংক
- 16. একটা এ্যাপ্লাই করা জব চলে গেছে বা ইন্ডেড হয়েছে
- 17. একটা নতুন জব স্টার্ট হয়েছে
My Jobs
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. এখানে আপনি কতগুলো জব এ্যাপ্লাই করেছেন তার লিষ্ট দেখা যাবে এবং এখান থেকে জব মুছে দেয়া যাবে
- 2. কতগুলো জব এই মুহুর্তে রানিং আছে তা দেখার জন্য
- 3. আপনি বায়া্র হলে নতুন জব এখান থেকে ছাড়তে পারবেন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. আপনাকে যে বায়ার হায়ার করেছে তার টিম এ আরো কতজন আছে তা দেখতে পারবেন
- 2. আপনি আওয়ারলি কতক্ষন কাজ করেছেন এবং কাজের স্ক্রিনসট দেখতে পারবেন
- 3. এখানে আপনি Timelogs , My Weekly Timesheet , My Timesheet Details , Time Analyze দেখতে পারবেন
- 4. আপনি টিমের এডমিন হলে টিম থেকে সদস্য নিয়ন্ত্রন করতে পারবেন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখানথেকে মিলিয়ে পড়ুন]
- 1. কোন কাজের জন্য কত ডলার জমা হয়েছে তার লিষ্ট দেখতে পারবেন
- 2. ওডেস্ক খেকে টাকা তোরার জন্য বিভিন্ন অপশন এ্যাড করতে পারবেন। যেমন: পেপাল , মানিবুকার্স
- 3. ওডেস্কে ডলার জমা হলে পেপাল , মানিবুকার্স দিয়ে তুলতে পারবেন
- 4. আপনি এখান থেকে রেফারার লিংক নিতে পারেন। আপনার এই লিংক থেকে এ্যাকাউন্ট খুললে আপনি ০.৫০ ডলার পাবেন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. আপনি বায়ার হলে এখান থেকে কন্ট্রাক্টর খুজতে পারবেন
- 2. আপনি এখান থেকে আপনার পছন্দের জব এ্যাপ্লাই করতে পারবেন
- 3. এখান খেকে আপনার পছন্দের টপিকের উপর পরীক্ষা দিতে পারবেন
- 4. ওডেস্কের কাজের ডিমান্ড যে গুলা বেশী তা এখানে দেখতে পারবেন , এখান থেকেই জব এ্যাপ্লাই করতে পারবেন
- 5. ওডেস্কের পেমেন্ট কাউন্ট দেখতে পারবেন , কি রকম কাজ আছে তা দেখতে পারবেন
- 6. ওডেস্কের নাম করা গ্রুপ বা টিম এর লিষ্ট দেখতে পারবেন। এমন কি এখান থেকে জয়েন দিতে পারবেন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. এখান থেকে আপনি আপনার প্রোফাইলকে সম্পাদন করতে পারবেন
- 2. এখান থেকে লগ আউট করতে পারবেন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
- 1. এখানে কোন কাজের মেইল আসবে এবং কাজের ইন্টারভিউ আসবে
- 2. কাজের নোটিফিকেশন আসবে
- 3. কোন সমস্যা এ্যাপ্লাই করলে তার রেসপোন্স এখানে আসবে
- 4. আপনার ম্যাসেজের সেন্ট আইটেম দেখাবে
আমার একটা অনুরোধ থাকবে যেতেতু আমি নিজে ফ্রিল্যান্সিং এর কাজ করি , তাই এ বিষয়ে ধারাবাহিক পোষ্ট দিতে একটু দেরিও হতে পারে। অনুগ্রহ করে আপনারা তাই যদি ভেবে বসেন আর এ বিষয়ে লিখবো না এবং এই জন্য আমার পোষ্ট্ এ বাজে মন্তব্য করেন সেটা কখনই করবেন না। আমি কথা দিচ্ছি এ বিষয়ের উপর আমি ধারাবাহিক পোষ্ট দিয়ে যাবো।আমি আবারো বলছি আমার এই টিউটোরিয়াল অনুযায়ী অনুসরন করলে কাজ আপনি নিশ্চিত পাবেন।
ধন্যবাদ , ভালো থাকবেন সবাই
No comments:
Post a Comment