Thursday, February 19, 2015

Pregnant women to work outside the how safe গর্ভাবস্থায় নারীদের বাইরে কাজ করা কতটুকু নিরাপদ

গর্ভাবস্থায় নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকেগর্ভকালীন সময়টুকু সাবধানে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরাতবে আপনি যদি একজন স্বাস্থ্যবতী নারী হয়ে থাকেন এবং আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয়ে থাকে ও আপনি যদি একটি নিরাপদ কাজের পরিবেশে থাকেন তাহলে হয়তো আপনি প্রসব বা তার কিছুদিন আগে পর্যন্ত কাজ করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই
তবে খেয়াল করুন গর্ভাবস্থার শেষের
দিকে আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন কি নাএক্ষেত্রে যদি সম্ভব হয় একটু আস্তে ধীরে কাজ করুন
গর্ভাবস্থায় নারীদের বাহিরে কাজ করায় তেমন সমস্যা হয়ে থাকে না যদি তার পুষ্টিকর খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় চিকিৎসা ঠিকমত হয়ে থাকে
এছাড়া প্রতিটি অফিসেই মাতৃত্বকালীন নারীদের একটি ছুটি থাকেআপনার নির্ধারিত প্রসবের তারিখের এক বা দুই সপ্তাহ আগেই যদি মাতৃত্বকালীন ছুটি শুরু হয় তাহলে সেই সময়টা বিশ্রাম নিন এবং নিজেকে প্রস্তুত করুন সন্তান জন্ম দেয়ার জন্যধন্যবাদ
লিখেছেন : ডাঃ ওয়াহিদা দিবা, ইবনে সিনা



No comments:

Post a Comment