দাম্পত্য কলহের সমাধানঃ
* মন পরিষ্কার করে পার্টনারের কাছে ঠান্ডা মাথায় আপনার নিজের ভাষায় অভিযোগ প্রকাশ করুন।
*ভুল বোঝাবুঝি নিয়ে আপনার অনুভূতির পরিপূর্ণ প্রকাশ সুন্দরভাবে ঘটান।
* দুই পক্ষকেই কথা বলার সুযোগ দেয়া উচিত।
* ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন।
* নিজেই নিজেদের মধ্যে সৃষ্ট সমস্যা মেটাতে উদ্যোগী হোন।
কি কি করবেন না বা এড়িয়ে চলবেন
* সঙ্গী বা সঙ্গিনীর ক্ষমা চাওয়ার প্রত্যাশায় বসে থাকবেন না।
* কোনো খোঁচা বা উত্তপ্তকর কথা ব্যবহার করবেন না।
* দাম্পত্য কলহের মাঝে অপ্রাসঙ্গিক কোনো কথা তুলে আনবেন না।
* নিজেদের সম্পর্কে তৃতীয় পক্ষকে টেনে কথা বলবেন না।
* কোনো সপর্শকাতর বিষয় নিয়ে আক্রমণ করবেন না।
* সব ভুল সঙ্গী বা সঙ্গিনীর-এমন ভাব দেখাবেন না।
* মন পরিষ্কার করে পার্টনারের কাছে ঠান্ডা মাথায় আপনার নিজের ভাষায় অভিযোগ প্রকাশ করুন।
*ভুল বোঝাবুঝি নিয়ে আপনার অনুভূতির পরিপূর্ণ প্রকাশ সুন্দরভাবে ঘটান।
* দুই পক্ষকেই কথা বলার সুযোগ দেয়া উচিত।
* ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন।
* নিজেই নিজেদের মধ্যে সৃষ্ট সমস্যা মেটাতে উদ্যোগী হোন।
কি কি করবেন না বা এড়িয়ে চলবেন
* সঙ্গী বা সঙ্গিনীর ক্ষমা চাওয়ার প্রত্যাশায় বসে থাকবেন না।
* কোনো খোঁচা বা উত্তপ্তকর কথা ব্যবহার করবেন না।
* দাম্পত্য কলহের মাঝে অপ্রাসঙ্গিক কোনো কথা তুলে আনবেন না।
* নিজেদের সম্পর্কে তৃতীয় পক্ষকে টেনে কথা বলবেন না।
* কোনো সপর্শকাতর বিষয় নিয়ে আক্রমণ করবেন না।
* সব ভুল সঙ্গী বা সঙ্গিনীর-এমন ভাব দেখাবেন না।
No comments:
Post a Comment