Friday, September 2, 2016

বিকাশ একাউন্ট খোলার কয়দিন পর চালু হয়?বা কয়দিন পর বিকাশ থেকে টাকা রিচার্জ বা কেশ আউট করা যায়

সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে “ক্যাশ ইন” এবং টাকা গ্রহনের সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তত্থ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ কার্য দিবস পর আপনি “ক্যাশ আউট”, “বাই এয়ারটাইম“, “পেমেন্ট” এবং বিকাশ এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন।একাউন্ট খোলার 72 ঘন্টা পরে আপনার একাউন্ট পুর্ণ এক্টিভ।।তারপরে আপনি সবকিছু করতে পারবেন

No comments:

Post a Comment