ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী স্মার্টফোনে গুগলের
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবচেয়ে
বেশি ব্যবহৃত হয়।
তবে এই অপারেটিং সিস্টেমটি তার
কিছু দুর্বলতার কারণে
বরাবরই সমালোচিত হচ্ছে।
আর সম্প্রতি ১০
লাখের বেশি গুগল
অ্যাকাউন্ট ‘গুলিগ্যান’ ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার
খবর প্রকাশিত হয়েছে
বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো
অ্যাল্টো নেটওয়ার্কের গবেষকরা গুগল
প্লে স্টোরের অন্তত
১৩২ অ্যাপে উইন্ডোজ ভিত্তিক নতুন
ম্যালওয়্যার শনাক্ত করার
তথ্য জানিয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি
গুগলকে অবহিত করেছেন
এবং আক্রান্ত অ্যাপগুলো গুগল
প্লে স্টোর থেকে
সরিয়ে ফেলার পরামর্শও দিয়েছেন।
ওই
আক্রান্ত অ্যাপগুলো এ
পর্যন্ত প্রায় ১০
হাজারেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন
বলেও জানান তারা।
No comments:
Post a Comment