Sunday, November 29, 2015

অনলাইনে আয়


অনলাইনে আয়


আশা করি বেশ ভালই আছেন। টাইটেল দেখে হয়ত আপনি আকৃষ্ট হয়েছেন। হওয়ারই কথা কারন অধিকাংশ নতুন ব্যাক্তি যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তারা এ ধরনের শিরোনামের উপরে বেশি আকৃষ্ট হন ।
অনেকেই ক্লিক করে আয় করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন সাইটে সময় ব্যায় করছে এবং অনেকেই অনলাইনে এই ধরনের সাইট খোঁজাখুঁজি করে সময় ব্যায় করছে তাদের জন্য আমার এই নিবন্ধটি সহায়ক হবে বলে আশা করছি।
মনে রাখবেন, ইন্টারনেট থেকে টাকা উপার্জনের জন্য রয়েছে অসংখ্য ক্ষেত্র অর্থাৎ নানা উপায় এবং এখানে প্রতারিত হবারও অসংখ্য উপায় রয়েছে তাই আপনাকে কাজ করার পূর্বে এর সম্পর্কে বিষদ ধারনা থাকতে হবে । 
ক্লিক করে কিভাবে টাকা আয় ?
বিশ্বে বিভিন্ন পিটিসি সাইট রয়েছে যারা বিজ্ঞাপন দেখার বা বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে অর্থ প্রদান করে থাকে আপনি প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য নির্দিষ্ট পরিমান অর্থ পাবেন।
বিশ্বস্ত পিটিসি সাইটঃ  একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন https://img.neobux.com/imagens/banner9/?u=biddut10&u3=21005120&rcv=1
বিশ্বে বিভিন্ন পিটিসি সাইট রয়েছে যাদের অধিকাংশই প্রতারনা করে থাকে অর্থাৎ স্ক্যেম সাইট তবে বেশ কিছু বিশ্বস্ত পিটিসি সাইট রয়েছে যেখানে আপনি কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারেন এধরনের কিছু সাইট হল ক্লিকসেন্স, নিওবাক্স ইত্যাদি। এগুলোতে ক্লিকের মুল্য সর্বোচ্চ ১ সেন্ট হয়ে থাকে। কাজ শুরু করার পূর্বে নিম্নে প্রদত্ত পয়েন্ট গুলো ভালকরে পরুন।



No comments:

Post a Comment