ওডেস্ক কি?
ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন কাজের জন্য এ্যাপ্লাই করে কাজ করতে পারেন।
কাজের ধরন:
ওডেস্ক এ দুইভাবে কাজ করা হয়।
- এক: মূল্যনির্ধারক বা ফিক্সড ( এখানে কাজ শেষে পেমেন্ট করা হয়)
- দুই: সময়ভিত্তিক বা আওয়ারলি ( এখানে ওডেস্ক এ একটি সফটওয়ার আছে সেটার নাম ওডেস্ক টিম সেটা চালু করে দিয়ে কাজ করলেই আপনার এ্যাকাইন্টে ডলার জমা হতে থাকে)
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন: ডাটা এন্ট্রি , ওয়েব রিসার্চ , ওয়েব ডেভলব , প্রোগ্রামিং , এনিমেশন ইত্যাদি।
তবে ওয়েব ডেভলব বিশেষ করে ওয়ার্ডপ্রেস এর কাজ বেশি থাকে। আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে ভালোভাবে কাজ শিখুন
পেমেন্ট অপশন:
ওডেস্ক থেকে আপনি পেপা্ল , ক্রেডিট কার্ড , ব্যাংক ওয়ার , মানিবুকার্স এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। তবে এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য মানিবুকার্স টাই জনপ্রিয় এবং সহজ।
আজ থেকে ধারাবাহিকভাবে আমি ওডেস্ক এর যে টিউটো্রিয়াল গুলো লিখবো
- কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন
- ওডেস্ক মেনু অপশন পরিচিতি
- কিভাবে প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন
- কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন
- কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন
- কিভাবে এ্যাপ্লাই করা জবের ইন্টারভিউ দেখবেন এবং ইন্টারভিউ দেবেন
- কিভাবে বায়ারের সাথে যোগাযোগ করবেন এবং কাজ বুঝে নেবেন
- কাজ শেষ হওয়ার পর কিভাবে কাজ জমা দেবেন
প্রথমে http://www.odesk.com এ যান
Odesk Profile Creating Part: 1
Odesk Profile Creating Part: 2
Odesk Profile Creating Part: 3
Odesk Profile Creating Part: 4
Odesk Profile Creating Part: 5
Odesk Profile Creating Part: 5
Odesk Profile Creating Part: 7
Odesk Profile Creating Part: 8
Odesk Profile Creating Part: 9
Hourly Rate এ নতুন অবস্তায় ডাটা এন্ট্রি হলে ১-২ ডলার এর মধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে ২-৩ ডলার এর মধ্যে দিন।
Availability এ সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকু দিন। Title এ আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানে সাজেশ দেই, যেমন:
Data Entry Worker , Web research , MS Office , Computer Faundamental , Photoshop , Editing , HTML CSS , PHP , Joomla
সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Creating Part: 10
Odesk Profile Creating Part: 11
Odesk Profile Creating Last Part
আজ এ পর্যন্তই , খুব শীঘ্রই আগামী পোষ্ট নিয়ে আসবো।
No comments:
Post a Comment