ওডেস্কে পেমেন্ট অপশন কয়েক ধরনের, পেপাল, মানিবুকার্স, পেওনার কার্ড। এগুলো যোগ করর জন্য প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন।
Payment মেনু থেকে Payment Method এ যান।
মানিবুকার্স যোগ: আপনার যদি আগেই যে মেইল দিয়ে ওডেস্ক এ্যাকাউন্ট খুলেছেন সেই মেইল দিয়ে মানিবুকার্স এ্যাকাউন্ট করে থাকেন তাহলে Already registered with Moneybookers? Click here এ ক্লিক করুন
সেই মেইলটি সিলেক্ট করে দিন , তারপর Enable Moneybookers এ ক্লিক করুন
আর যদি আগেই মানিবুকার্স এ্যাকাউন্ট করা না থাকে তাহলে Sign Up Now! এ ক্লিক করুন।
কিভাবে মানিবুকার্স এ্যাকাউন্ট করতে হয় তা জাকারিয়া ভাই সুন্দর করে বর্ণনা করেছেন , তাই আমি নতুন করে লিখলাম না।
আজ এ পর্যন্তই , আগামী পর্বে দেখা হবে।
No comments:
Post a Comment