আমার ধারণা আপনার এই লেভেল পার করে এসেছেন। তবুও সংক্ষেপে বলছি। অনেকগুলো কারণে আপনি এই ব্যবসায় আসতে পারেন। ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। যেমন:
আপনার ই কমার্স এ আসার অন্তত ২০ টি কারণ
১. আপনি স্বল্প পরিসরে এককভাবে ব্যবসা করতে চান সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
২. বাংলাদেশে ই কমার্স এর ভবিষ্যত ভালো সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৩. অল্প পুঁজিতে এই ব্যবসা করা যায় সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৪. এই ব্যবসাটা অনেকেই সিরিয়াস পেশাদারী হিসেবে করছেনা বা পারছেনা, আপনি পারবেন এবং করবেন সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৫. এই ব্যবসায় ভালো লোকেরা না আসলে ব্যবসাটাতে প্রতারক লোকজনের আধিপত্য শুরু হবে সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৬. আপনি শিক্ষিত এবং আপনার প্রযুক্তি জ্ঞান আছে, যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা করার জন্য আপনি ই কমার্সে আসবেন।