শিশুদের প্রায়ই ডায়াপার-জনিত র্যাশ বা
অ্যালার্জি, এমনকি প্রদাহ পর্যন্ত হতে দেখা যায়। ডায়াপারে ঢাকা অংশটুকু কখনো লাল, ফোলা ফোলা বা দানাদার দেখা গেলে এবং সেখানে ছোঁয়া লাগলে ব্যথায় শিশু কেঁদে উঠলে বুঝতে হবে ডায়াপার র্যাশ হয়েছে। তবে এর সঙ্গে জ্বর, ফুসকুড়ি বা ফোসকা বা সাদা পুঁজ নির্গত হতে দেখলে সংক্রমণ নির্দেশ করে এবং জরুরি ভিত্তিতে
চিকিৎসা দরকার।
সাধারণত নয় থেকে ১২ মাস বয়সী শিশুদের এই সমস্যা বেশি হয়। দীর্ঘ সময় ধরে ডায়াপার পরে থাকা, বিশেষ করে মল ত্যাগ করার পর, নতুন ধরনের খাবার দেওয়ার কারণে মলের প্রকার পরিবর্তনের সময়, ডায়াপারের প্লাস্টিক এবং ত্বক পরিষ্কারের রাসায়নিক ও সুগন্ধিযুক্ত টিস্যুর প্রতি অ্যালার্জি, অতিরিক্ত আঁটসাঁট ডায়াপার ইত্যাদি হলো এই সমস্যার প্রধান কারণ।
ডায়াপার র্যাশ প্রতিরোধ করতে হলে ঘন ঘন ও নিয়মিত শিশুদের ডায়াপার পরিবর্তন করা উচিত, বিশেষ করে মল ত্যাগ করার পর পরই।
যতটা সম্ভব বাড়িতে ডায়াপার বিহীন অবস্থায় খোলা রাখা উচিত। যাদের র্যাশ হয়, তাদের ত্বক মোছার জন্য সুগন্ধি বা রাসায়নিক যুক্ত টিস্যু ব্যবহার করবেন না।
এবিসি হেলথ।
MD HELAL |
No comments:
Post a Comment