Tuesday, December 15, 2015

Mobile Servicing Training Courses -11 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১১]

আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এর নতুন আরেকটি টিউন নিয়ে ।  আজ মোবাইলের চার্জিং সমাধান কি ভাবে করা যায় তার প্রাথমিক আলোচনা করব ।তা হলে চলুন শুরু করি ।
Charging Solution
Any Mobile(Basic)
1.   সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।
2.   এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।
3.   ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।
4.   ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।
5.   এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীর ভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।
6.   ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।
7.   এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
8.   সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।
9.   যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।


Mobile Servicing Training Courses -10 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০]

আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন  শুরু করি-

Power Solution

Any Mobile(basic)

  • সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।

Mobile Servicing Training Courses -9 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৯]

আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং এর ৯ম ও মোবাইল সেকশন এর শেষ তম পর্ব নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি -

Power Section:

Power section সাধারনত Battery বা Charging connector এর পাশে থাকে। পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি parts গুলো সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে।
Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
  • Power Ic
  • R.T.C
  • Charging Ic

Mobile Servicing Training Courses -8 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৮]

আজ আবার হাজির হলাম আপনাদের সামনে ।আজ মোবাইল সার্ভসিং কোর্স এর ৮তম পোস্ট ।আশা করি আপনারা ভাল আছেন । ত চলুন শুরু করি ।

Control Section :

ইহা সাধারনত পাওয়ার সেকশন ও নেটওয়ার্ক সেকশন এর মাঝে থাকতে পারে।control section এর আইসি গুলো সাধারনত কালো রং এর হয় এবং একত্রে থাকে।কন্ট্রোল সেকশন এর মাঝে সাধারনত যে সকল আইসি থাকে-C.P.U, Audio ic,Ram,Romইত্যাদি।

চিত্র কন্ট্রোল সেকশন


C.P.U:-ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর।মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি।C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা।C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা,Sim Card,Keypad কাজ করবেনা।এ ছাড়াও Network সমস্যা,Display সমস্যা,SoftwareProblem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে।

Mobile Servicing Training Courses -7 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৭]

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আজ আলোচনা করব মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে । আসুন শুরু করি-

Network Section

Network Section সাধারনত যে সকল আইসি থাকে তার মাঝে-
  • Antenna Swith
  • P.F/R.F ic
  • Capacitor
  • Coupler
  • Rx,Tx Line
  • Antenna

Network section চেনার উপাইঃ-


Mobile Servicing Training Courses -6 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৬]

আসসালামু আলাকুম ।আশা করি সবাই ভাল আছেন । আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ।এত দিনে আশা করি আপনারা মোটামোটি কিছু একটা ধারনা আপনারা পাইছেন ।আজ আমি আপনাদের মোবাইল নিয়ে বলব । ত চলুন শুরু করি-

Mobile Section:

Mobile এ সাধারনত বডি,কেসিং,ব্যটারি,Display,P.C.B Board (পিনটেট কপার বোর্ড)বা মাদার বোর্ড থাকে ।

চিত্র মাদার বোর্ড

মাদার বোর্ড সাধারনত তিনটি ভাগে ভাগ করা যাই-

  • Network Section
  • Control Section
  • Power Section

Mobile Servicing Training Courses -5 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৫]

Diode:

Diode এর কাজ হচ্ছে AC কে DC করা বা বিদ্যুতকে এক মুখি করা। Diode সাধারনত তিন প্রকার-
  • Normal Diode
  • Genear diode
  • Stepup diode
Normal Diode সাধারনত কালো রং এর হয়ে থাকে,দুই পিন বিশিষ্ট।এর এক পাশে সাদা বা যে কোন দাগ দেয়া থাকতে পারে।এর গায়ের উপর “U” আকৃতির ভাঙ্গা দাগ থাকতে পারে।
Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে এক পাশে মান দেখাবে। নষ্ট হলে মান দেখাবে না ।

Mobile Servicing Training Courses -4 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৪

আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল শুরু করছি আজকের ৪র্থ টিউন । আশা করি সাথা থাকবেন-

Electrolitic Capacitor

Electrolitic Capacitor কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।(a)Polaraty Capacitor,(b)Non Polarati Capacitor

(a)Polarati Capacitor:

চেনার উপায়,এটা সাধারনত হলুদ রং এর হয়ে থাকে,এর positive প্রান্তে বাদামি বা ধুসর  রং এর দাগ দেয়া থাকে।আবার polarity capacitor যদি কালো রং এর হয় তাহলে এর পজেটিভ প্রান্তে সাদা বা সিলবার এর দাগ দেয়া থাকে।

Mobile Servicing Training Coursesমোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৩]

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের সামনে হাজির ৩য় টিউন টা নিয়ে ।আজকের টিউন খুবই গুরুক্ত বহন করে । চলে যাই মূল পর্বে -
আমরা আলোচনা করব 

Speaker:

Fuse:

L.E.D : (Laight Emeting Diode)_

Microphone:

Vibrator:

Ringer:

Speaker:


যার মাধ্যমে আমরা কথা শুনতে পায়, তার নাম Speaker। Speaker মাপার নিয়ম-এভোমিটারের x1বা x10 রেখে মাপতে হবে,স্পিকার ভাল থাকলে শব্দ হবে,নস্ট হলে কোন প্রকার শব্দ হবে না।আর মিটারের কাটা যদি ১০০ উহম এর উপরে চলে যায় তাহলে স্পিকারের শব্দ আস্তে হবে।শব্দ না হলে বুঝেতে হবেSpeker খারাপ।

Ringer:

Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০২]

আজ আবার আপনাদের সামনে হাজির হলাম,আমার ২য় টিউন নিয়ে।
আজ আপনাদের সামনে একটি ডিভাইস নিয়ে আলোচনা করব।আমাদের কাজ করতে অত্যন্তপ্রয়োজন যে বুমাটি   সেটি হচ্ছে এভোমিটার। এভোমিটার দুই ধরনে হয়ে থাকে।এনালগ ও ডিজিটাল। আমি এনালগ নিয়েই আলোচনা করব।কারণ ৯৮% এটা ব্যবহার হয় চলুন এক নজর দেখে নেই এভোমিটার।

Avometer:-

কাজের দিক দেয়ে এভোমিটার কে চার ভাগে ভাগ করা যায়।
  • AC Voltage
  • DC Voltage
  • DC mili Ampear
  • Ohm

Sunday, November 29, 2015

অনলাইনে আয়


অনলাইনে আয়


আশা করি বেশ ভালই আছেন। টাইটেল দেখে হয়ত আপনি আকৃষ্ট হয়েছেন। হওয়ারই কথা কারন অধিকাংশ নতুন ব্যাক্তি যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তারা এ ধরনের শিরোনামের উপরে বেশি আকৃষ্ট হন ।
অনেকেই ক্লিক করে আয় করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন সাইটে সময় ব্যায় করছে এবং অনেকেই অনলাইনে এই ধরনের সাইট খোঁজাখুঁজি করে সময় ব্যায় করছে তাদের জন্য আমার এই নিবন্ধটি সহায়ক হবে বলে আশা করছি।
মনে রাখবেন, ইন্টারনেট থেকে টাকা উপার্জনের জন্য রয়েছে অসংখ্য ক্ষেত্র অর্থাৎ নানা উপায় এবং এখানে প্রতারিত হবারও অসংখ্য উপায় রয়েছে তাই আপনাকে কাজ করার পূর্বে এর সম্পর্কে বিষদ ধারনা থাকতে হবে । 
ক্লিক করে কিভাবে টাকা আয় ?
বিশ্বে বিভিন্ন পিটিসি সাইট রয়েছে যারা বিজ্ঞাপন দেখার বা বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে অর্থ প্রদান করে থাকে আপনি প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য নির্দিষ্ট পরিমান অর্থ পাবেন।
বিশ্বস্ত পিটিসি সাইটঃ  একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন https://img.neobux.com/imagens/banner9/?u=biddut10&u3=21005120&rcv=1
বিশ্বে বিভিন্ন পিটিসি সাইট রয়েছে যাদের অধিকাংশই প্রতারনা করে থাকে অর্থাৎ স্ক্যেম সাইট তবে বেশ কিছু বিশ্বস্ত পিটিসি সাইট রয়েছে যেখানে আপনি কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারেন এধরনের কিছু সাইট হল ক্লিকসেন্স, নিওবাক্স ইত্যাদি। এগুলোতে ক্লিকের মুল্য সর্বোচ্চ ১ সেন্ট হয়ে থাকে। কাজ শুরু করার পূর্বে নিম্নে প্রদত্ত পয়েন্ট গুলো ভালকরে পরুন।



Wednesday, March 18, 2015

Microsoft Word Tutorial


                                                  Created By: Md Helal Uddin
Bolge:- http://newgenearation.blogspot.com/
Mob: +8801734808614/   +8801911023611
E-mail: helal.biddut91@yahoo.com
Skype: helal.biddut10

Microsoft Word XP
What Is MS-Word?
Gg. Gm- IqvW© wK? Av‡gwiKvi weL¨vZ gvB‡_vmd&U K‡cv©‡ikb KZ…©K evRviRvZK…Z Microsoft Word -‡K ms‡¶‡c MS-Word e‡j| Zv Windows -Gi Aax‡b GKwU IqvW© cÖ‡mwms c¨v‡KR †cÖvMÖvg| MS.Word w`‡q †jLv‡jwLi hveZxq KvR QvovI wewfbœ ai‡bi Drawing -Gi KvR Kiv hvq|
How To Open Microsoft Word?
Gg. Gm- IqvW© PvjyKib
_ Click On Start Menu / Win Key [From Your
Keyboard]
_ Click Programs
_ Click Microsoft Word
How To Close Microsoft Word?
wKfv‡e Gg. Gm- IqvW© eÜ Kiv hvq?
_ Click File
_ Click Close
_ Click Yes/No (hw` Save Ki‡Z Pvb Zvn‡j Yes
Avi Save Ki‡Z bv PvB‡j No Kib)
_ Click File (c~bivq)
_ Click Exit
How To Save A File?
dvBj wKfv‡e msi¶b Ki‡Z nq?
_ Click File
_ Click Save

Wednesday, March 11, 2015

Children learn rhymes 5 Android Apps শিশুদের ছড়া শেখার ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু অ্যাপস পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।
sonamonider choraআজকে আমরা শিশুদের বাংলা বর্ণমালা ও ছড়া শেখার জন্য ৫ টি অ্যান্ড্রয়েডঅ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশন দিয়ে শিশুরা মজার এবং ইন্টারেক্টিভ ভাবে বাংলা বর্ণমালা শিখতে.পারেন। বর্তমানে শিশুরা কার্টুনের নেশায় মেতে উঠার কারণে শিশুদের বাংলা ছড়া শেখানো বেশ কষ্টকর। তবে প্রযুক্তির যুগে এই অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে খেলার ছলে বাচ্চাদের বাংলা ছড়া শেখানোর চমৎকার একটি সুযোগ তৈরি করেছে অ্যাপ্লিকেশনটি। এখন আমি শিশুদের ছড়া শেখার ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাথে পরিচয় করে দিব ।
১।Sonamonider Bangla Chora



এটি একটি চমৎকার অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশন। যাতে রয়েছে. বাচ্চাদের জন্য ছড়া শেখার একটি ভাল মাধ্যম । এই অ্যাপ্লিকেশনটিতেছবি দিয়ে ছড়া শেখানোর চেষ্টা করা হয়েছে।
বাচ্চাদের জন্য খুব সহায়ক এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন…

Check PAGE RANK of Web site pages Instantly

Check PAGE RANK of Web site pages Instantly




Check Page Rank of your Web site pages instantly:





This page rank checking tool is powered by PRChecker.info service

 




Sunday, March 1, 2015

REAL GOOD AIRPORT FOR PARIS SHUTTLE AIRPORT TRANSFERS

This web site offers online booking solutions for transfers (shared shuttles, private cars and luxury vehicles VIP) between Paris airports Roissy Charles-de-Gaulle , Orly or Beauvais to Paris city center (hotels, train stations or private address) and transfers to the suburbs of Paris and Ile de France as well. We also do requested transfers to other destinations in the province of France.
This is web site is very convenient to book an airport shuttle: our reservation application will allow you to do express bookings in a few clicks to book online a  journey between Paris or  the suburbs to Parisian airports or railway stations. Visit Form CLICK NOW

Paris airports shared shuttle Visit Form CLICK NOW


Our company provides services of transfer towards and from the three Parisian airports CDG, Orly and  Beauvais at any address asked by the customer.

windows 8 and 8.1 genuine activator Download it from here:

It is time to change your activation. KMS developers have released new KMSPico. The most successful and genuine activator in 2014. So it is time to stop searching activators every month. Lot of cracks and patches do not activate windows 8 in a genuine way. Even they cannot activate windows 8 all features. Now no need to worry about it. This KMS activator activates any windows 8 version (including windows 8.1) within 1 minutes. Just download and follow the instruction below.
Make sure to disable virus guard First – (Otherwise, activator cannot apply registry patch and activation will fail!)
• Download the activator from       Here
• Unzip the file to new folder
• Now open and install KMSPico.exe file
• Please do not turn off your PC during the installation
• After the installation process, display a restart confirmation message
• Click yes and allow to restart your PC
• Have a fun with genuine activated OS

Click here to watch video tutorial and installation process screenshots Or

How To Activate Windows 8.1 Using KMSpico 9.2.1 - YouTube

Features of KMSPico

Activate windows without internet
Latest version allows user to activate their OS without internet connection. Daz team has added new module with all new all algorithms and latest windows 8 keys. But this function still in the developing. Sometimes you may have to connect to windows, because some windows 8.1 version does not recognize by offline activation module. If you have internet connection please go ahead with online activation. It is recommended by team DAZ and KMS developers.

Unlock all features in windows 8

 

Friday, February 20, 2015

Very common to see the photographs are hiding behind all the terrible story, want to know the truthখুব সাধারণ দেখতে ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে ভয়ানক সব কাহিনী, জানতে চান সেই সত্য



ছবি এমন একটি জিনিস যা ধরে রাখতে পারে অনেক স্মৃতি অনেক কাহিনীকিছু ছবির স্মৃতি মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে আবার কিছু ছবির স্মৃতি মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়আজকে এমনই কিছু মর্মান্তিক এবং একই সাথে ভয়াবহ ঘটনার সাক্ষী কিছু ছবি নিয়ে হাজির হলামকিন্তু এই ছবিগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো ধরে রেখেছে ভয়াবহ কিছু ঘটনা




১) রেজিনা কে ওয়াল্টারস


এই ছবিটি দেখতে অনেক সাধারণ মনে হলেও এর পেছনের কাহিনী অনেক মর্মান্তিক

Understand how your lover an adolescent or adult women কিভাবে বুঝবেন আপনার প্রেমিকা একজন কিশোরী, নাকি পূর্ণাঙ্গ নারী



একজন পূর্ণাঙ্গ নারী এবং একজন মেয়ের নিজস্ব পৃথিবী সম্পূর্ণ আলাদা ধরণেরএকজন নারী যেভাবে পৃথিবী দেখেন একজন মেয়ে সেভাবে দেখতে পারেন নাকারণ একজন নারী বিদ্যা, বুদ্ধি এবং অভিজ্ঞতার দিক থেকে একজন মেয়ের থেকে অনেক বেশি সমৃদ্ধ থাকেনএকজন পূর্ণাঙ্গ নারী জানেন তার সীমা কতোটুকু, তিনি জানেন তার প্রেমিক পুরুষটি সবজান্তা নন বা এটিএম মেশিনও ননএইসকল জিনিস একজন মেয়ে কখনো বুঝতে পারেন না, কারণ তাদের পৃথিবী সম্পূর্ণ আলাদা থাকে
এবার পুরুষেরা নিজেকে প্রশ্ন করুন তো আপনার প্রেমিকা কেমন? তিনি কি একজন পূর্ণাঙ্গ নারী নাকি এখনো

That should not deprive yourself of the joy of 7 women যে ৭ টি আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয় নারীদের



একজন নারী কতো সম্পর্কেই তো জড়িয়ে রয়েছেন সকলের সাথেকিন্তু একজন নারী এর চাইতেও বেশি পরিচিত পান তার নিঃস্বার্থতা, অপার ভালোবাসা এবং মায়া-মমতা দিয়েকেউ কখনোই ভেবে দেখেন নি এই নিঃস্বার্থতা এবং অপার ভালোবাসা ও মায়া-মমতার আড়ালে একজন নারী নিজেকে বঞ্চিত করছেন তার নিজস্ব কিছু প্রাপ্য থেকেনিজের আনন্দ বিসর্জন দিয়ে শুধু অন্যের কথা চিন্তা করে চলতে পারেন একজন নারীইকিন্তু কোন কাজটি করা উচিত এবং কোনটি উচিত নয় তা নির্বাচন করতে হবে একজন নারীকেইনিজেকে বঞ্চিত না করে কিছু কাজের আনন্দ নেয়া উচিত সকল নারীর

The secret is to enhance the beauty of Kim গোপন সৌন্দর্য বাড়াতে যা করছেন কিম



নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়আর তাই সৌন্দর্য্য রক্ষা এবং বৃদ্ধিতে সব তারকাই মেকআপ আর্টিস্টের দ্বারস্থ হনতারকাদের আকর্ষনীয় করে তোলার দ্বায়িত্ব পালন করেন তাদের নিজস্ব মেকআপ আর্টিস্টএবার নিজের বক্ষ সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মেকআপ আর্টিস্ট নিয়োগ দিয়েছেন হলিউড তারকা মডেল কিম কার্দাশিয়ান
৩৪ বছর বয়সী এ মডেল ও অভিনেত্রীর বক্ষ এবং ক্লিভেজ আকর্ষনীয় করে তোলার দ্বায়িত্ব পালন করছেন নবনিযুক্ত মেকআপ আর্টিস্টস্বামী কেনি ওয়েস্টের উৎসাহতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে
আবেদনময়ী কিম চাইছেন, সবার চোখ যেন আটকে যায় তার দিকেআর তাই আজকাল মেকআপ আর্টিস্টের কথা মত এমন সব পোশাক পরছেন, যাতে চেহারা নয় দর্শকের মনোযোগ থাকে শরীরের বিশেষ অংশে

Thursday, February 19, 2015

Gelatinize or not ladoos Create utterly unlike carrot pudding হালুয়া কিংবা লাড্ডু নয়, তৈরি করুন একদম অন্যরকম গাজরের পুডিং



গাজরের হালুয়া, পায়েস, লাড্ডু ইত্যাদি কত কী মিষ্টি খাবার তো প্রতিদিনই খাওয়া হয় কখনো খেয়েছেন কি গাজরের পুডিং? হ্যাঁ, লুবনা নোমান গাজর দিয়ে তৈরি করেছেন অসাধারণ একটি পুডিংরেসিপিটি খুবই সহজ, কিন্তু স্বাদে হার মানাবে সবাইকে চলুন, জেনে নিই

উপকরণ:

গাজর কুচি ১ কাপ

Annoying 8 domestic solution is very simple physical problems বিরক্তিকর ৮ টি শারীরিক সমস্যার খুব সহজ ঘরোয়া সমাধান



মাথাব্যথা, পেট ফাঁপা, গলা খুসখুস ভাব, মুখের ভেতরে ফোঁড়া উঠার সমস্যা সহ নানা সমস্যায় আমরা হরহামেশাই ভুগে থাকিএইসকল ছোটোখাটো সমস্যা প্রায়ই লেগে থাকেকিন্তু এই সামান্য সমস্যার জন্য প্রতিবার ডাক্তারের কাছে দৌড়নোর অর্থ হচ্ছে একগাদা ঔষধ যার রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াতাই ছোটোখাটো সমস্যাগুলোর জন্য ডাক্তারের কাছে না দৌড়ে ঘরেই খুব সহজে করে ফেলতে পারেন সমাধানজানতে চান কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক

১) দীর্ঘস্থায়ী মাথাব্যথা

একটি আপেল নিয়ে খোসা ছাড়িয়ে নিনএরপর স্লাইস করে কেটে উপরে ছড়িয়ে দিন কিছুটা লবণসকালে উঠে এই আপেল ও লবণ খেয়ে নিনএতে করে দূর হয়ে যাবে দীর্ঘস্থায়ী মাথাব্যথার সমস্যা

২) পেট ফাঁপা

A number of honey face pack to get the lush skin care লাবণ্যময় ত্বকের যত্নে জেনে নিন মধুর দারুণ কয়েকটি ফেস প্যাক



বহুগুনে ভরপুর মধু সম্পর্কে আমাদের সকলেরই জানা আছেমধু আমাদের স্বাস্থ্য রক্ষায়, নানা ধরণের অসুখ সারাতে, ওজন কমাতে, ত্বকের যত্নে ও যেকোন রূপচর্চায় দারুণ কার্যকরীআপনি হয়তো জানেন মুখের ত্বকের যত্নে মধু অনেক বেশি উপকারী মধুতে আছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ব্যবহারের ফলে ত্বক থাকে সতেজ ও লাবণ্যময়চলুন তাহলে জেনে নিই মধু দিয়ে তৈরি এমনি কিছু ফেস প্যাক সম্পর্কে যার ব্যবহারের মাধ্যমে আপনি পেতে পারেন সুন্দর ও আকর্ষণীয় ত্বক

মধু ও লবণ

মধু ও লবণ একসাথে মিশিয়ে ত্বকে ম্যাসেজ করুন লবণ না গলে যাওয়া পর্যন্তএই প্যাকটি আপনার ত্বককে নরম করবে

মধু ও চিনি

England was in school sex education compulsory suggest MPs ইংল্যান্ডের স্কুলে সেক্স এডুকেশন বাধ্যতামূলক করার সুপারিশ করলেন সংসদ সদস্যরা


ব্রিটিশ পার্লামেন্ট স্কুলের সদস্যরা ইংল্যান্ডের প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের ক্লাসের পাঠ্যসূচীতে সেক্স এডুকেশন এবং রিলেশনশীপ বাধ্যতামূলক করার সুপারিশ করেছেনক্লাসের লেসনে সেক্সটিং এবং পর্ণও অন্তুর্ভূক্তির সুপারিশ একই সাথে করেছেন
পার্সোনাল,হেলথ এন্ড ইকোনোমিক এডুকেশন ( পিএসএইচই) নামের এই নতুন রিপোর্টে আরো বলা হয়েছে ইংল্যান্ডের সকল প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে পাঠ্যসূচীতে এই লেসন অন্তর্ভুক্ত করার সাথে সাথে সংশ্লিষ্ট টিচারদের উপযুক্ত ট্রেনিং ব্যবস্থার সুপারিশও করা হয়েছে
সংসদ সদস্যদের দ্বারা গঠিত কমিটির সুপারিশে আরো বলা হয়েছে সেক্স এন্ড রিলেশনশীপ ( এসআরই) অবশ্যই ক্লাসের লেসনের সূচীতে মূল (আবশ্যিক) বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকা উচিৎ
তবে কমিটি মনে করে, অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের এই বিষয়ের লেসন থেকে বাইরে রাখতে পারবেন বা উইথড্র করে নিতে পারবেন
২০১৩ সালে অফস্টেডের রিপোর্টে জানতে পেরেছিলো সেক্স এডুকেশন সংক্রান্ত বিষয়ে স্কুলগুলোর পাঠ্যসূচী আপ টু ডেট ছিলোনা- যা ক্যাম্পেইনররা এই রিপোর্টের সমালোচনা করে স্কুলগুলোর পাঠ্যসূচী(সেক্স এন্ড রিলেশনশীপ) আপ টু দ্য ডেইট করার ক্যাম্পেইন করেছিলেন

Water entered the ear? The right way to get the water out of 6 কানে পানি ঢুকেছে? জেনে নিন পানি বের করার ৬টি সঠিক উপায়



কানে পানি ঢুকে কান বন্ধ হয়ে যাওয়ার চাইতে বিব্রতকর সমস্যা আর কিছুই হতে পারে নাখুবই বিচিত্র একটা অনুভব, সেটা কাউকে ব্যাখ্যা করা অসম্ভবঅন্যদিকে কানে পানি রয়ে গেলে কান পাকা ও তীব্র ব্যথা সহ নানান রকমের শারীরিক সমস্যা হতে পারেঅনেকেই কানে পানি ঢুকলে কটন বাড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন এই কাজটি একেবারেই ভুল! বরং জেনে নিন কান থেকে পানি বের করার ৬টি সঠিক উপায়

Red amaranth extraordinary sbasthyaguna লাল শাকের কিছু অসাধারণ স্বাস্থ্যগুন



লাল শাক নিশ্চয়ই সকলেই চেনেনখেতে সুস্বাদু এই লাল শাকে যে কতো রকমের স্বাস্থ্যগুন লুকিয়ে আছে তা হয়তো আপনি জানেন নাঅনেকেই খেতে ভালোবাসেন আবার অনেকে লাল শাক পছন্দও করেন নাকিন্তু আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশিলাল শাক ভাজি, বা ছোট কোন মাছ দিয়ে লাল শাকের ঝোল খেতে কে না ভালোবাসেযারা এখনো লাল শাক খান নি তারা খাওয়ার আগে একবার জেনেই নিন এর বাহারি স্বাস্থ্যগুন সম্পর্কে তাহলে অবশ্যই দেহের সুস্থতার দিক চিন্তা করে লাল শাক খাবেন

দেহের রক্তশূন্যতা রোধ করে

Makeup that things are fatal to share it with others মেকআপের যে জিনিসগুলো অন্যের সাথে শেয়ার করা মারাত্মক ক্ষতিকর



আমরা মেয়েরা নিজেদের মেকআপের টুকিটাকি জিনিস ব্যাগেই রেখে থাকি, প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়ার জন্যএবং দরকার মনে করলে নির্দ্বিধায় নিজের বান্ধবি বা অন্য কোনো মেয়েকে ব্যবহার করতে দিয়ে থাকিকিন্তু আপনি কি জানেন মেকআপের কিছু জিনিস অন্য কারো সাথে শেয়ার করা আপনার মারাত্মক ক্ষতি কারণ হয়ে দাঁড়াতে পারে? তাই মেকআপের কিছু জিনিস কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় তা যতো ঘনিষ্ঠই হোন না কেন

১) ক্রিমের কৌটো

একই ক্রিমের কৌটোতে বিভিন্ন মানুষের হাত বা আঙুলের ছোঁয়ার অর্থ হচ্ছে এতে ব্যাকটেরিয়া

Pregnant women to work outside the how safe গর্ভাবস্থায় নারীদের বাইরে কাজ করা কতটুকু নিরাপদ

গর্ভাবস্থায় নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকেগর্ভকালীন সময়টুকু সাবধানে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরাতবে আপনি যদি একজন স্বাস্থ্যবতী নারী হয়ে থাকেন এবং আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয়ে থাকে ও আপনি যদি একটি নিরাপদ কাজের পরিবেশে থাকেন তাহলে হয়তো আপনি প্রসব বা তার কিছুদিন আগে পর্যন্ত কাজ করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই
তবে খেয়াল করুন গর্ভাবস্থার শেষের

A simple 6 Tips for beautiful clean feet সুন্দর সুগঠিত পায়ের জন্য দারুণ সহজ ৬ টি টিপস



আয়নায় নিজের চেহারা দেখে যতোটা আনন্দিত হন ততোটাই বিরক্ত কি পায়ের দিকে তাকালে হয়ে যান? অনেকেই এই সমস্যায় ভুগে থাকেনসুন্দর এবং সুগঠিত পায়ের নারীদের ঈর্ষা করে আসলেই কোনো লাভ নেইকারণ আপনারই কিছু ভুলে আপনার পায়ের গড়নে আসছে পরিবর্তন, আপনার অবহেলার কারণেই পায়ের ত্বক হয়ে যাচ্ছে শুষ্ক ও রুক্ষ তাই আজ জেনে নিন সুন্দর সুগঠিত পায়ের জন্য দারুণ সহজ ৬ টি টিপস
১) বাসায়, বাইরে এবং কাজে যতোটা সম্ভব দাড়িয়ে থাকার অভ্যাস করুন বসে থাকার চাইতেএতে করে পায়ের পেশি সুগঠিত হবেপায়ের ত্বক হবে টানটান
২) পায়ের গড়ন সুগঠিত করতে সময় বের করুন ব্যায়ামেরখুব সাধারণ ব্যায়াম যা ঘরেই করে নিতে পারেন,

সবজি রোল বানানোর পদ্ধতি



অনেকেই মনে করেন সবজি রোল বানানো অনেক বেশি ঝামেলার, এর থেকে বাহিরে থেকে অল্প টাকায় কিনে নিলেই হয়কিন্তু সত্যি কথা হল এটা কখনই ঝামেলার কোনো রেসিপি নয়তাছাড়া আপনি যখন নিজের হাতে বানিয়ে পছন্দের খাবারটি আপনার স্বামীকে খাওয়াবেন তাতে করে ভেবে দেখুন তিনি কত বেশি খুশি হবেনআসুন জেনে নেয়া যাক মুচমুচে আর কুড়মুড়ে এই রেসিপিটি সম্পর্কে

উপকরণ:

বড় পাউরুটি ৮ টুকরা, ফুলকপি

Saturday, February 14, 2015

ই- কমার্স কেন করবেন


আমার ধারণা আপনার এই লেভেল পার করে এসেছেন। তবুও সংক্ষেপে বলছি। অনেকগুলো কারণে আপনি এই ব্যবসায় আসতে পারেন। ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। যেমন:
আপনার ই কমার্স এ আসার অন্তত ২০ টি কারণ
১. আপনি স্বল্প পরিসরে এককভাবে ব্যবসা করতে চান সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
২. বাংলাদেশে ই কমার্স এর ভবিষ্যত ভালো সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৩. অল্প পুঁজিতে এই ব্যবসা করা যায় সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৪. এই ব্যবসাটা অনেকেই সিরিয়াস পেশাদারী হিসেবে করছেনা বা পারছেনা, আপনি পারবেন এবং করবেন সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৫. এই ব্যবসায় ভালো লোকেরা না আসলে ব্যবসাটাতে প্রতারক লোকজনের আধিপত্য শুরু হবে সেজন্য আপনি ই কমার্সে আসবেন।
৬. আপনি শিক্ষিত এবং আপনার প্রযুক্তি জ্ঞান আছে, যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা করার জন্য আপনি ই কমার্সে আসবেন।

Tuesday, February 10, 2015

পিসি থেকে ইন্টারনেট শেয়ার WiFi এর মাধ্যমে Connectify Hotspot PRO 7.1 দিয়ে 100% Working

পিসি থেকে ইন্টারনেট শেয়ার WiFi এর মাধ্যমে Connectify Hotspot PRO 7.1 দিয়ে 100% Working

আজকে আমি আপনাদেরকে পিসি থেকে ইন্টারনেট শেয়ার করা শিখাবো,আপনাদের আজকে এমন একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কে ওয়াইফাই হট স্পট এ পরিনত করতে পারবেন। আসুন দেখি কি দরকার আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কে হট স্পট এ পরিনত করার জন্য ।  মনে রাখবেন,ওয়াইফাই হট স্পট বানাতে আপনার নিচের হার্ডওয়্যার গুলো থাকতে হবে ।
  1. ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার।ডেস্কটপ হলে, একটি ওয়াইফাই কার্ড (PCI অথবা USB ডংগল), আর ল্যাপটপ হলে ল্যাপটপ এর ওয়াইফাই কার্ড। ওয়াইফাই কার্ড এর আপডেট ড্রাইভার।
  2. Connectify সফটওয়্যার টি।
  3. একটি ইন্টারনেট কানেকশন।



যদি ডেস্কটপ হয়ঃ
আপনি যদি আপনার ডেস্কটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ডেস্কটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে ইন্সটল করেনিন (ড্রাইভার সহ)।